দারুণ ছন্দে রয়েছেন নুরুল হাসান সোহান। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচে খেলেছিলেন ১০৭ রানের ইনিংস। কিউইদের সঙ্গে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও করেন ১১২ রান। তার আগে প্রিমিয়ার লিগে ধানমন্ডি ক্লাবের হয়ে ১১ ম্যাচে দুটি সেঞ্চুরিসহ করেছেন ৫১২ রান। গতবারও করেছিলেন ৪৯৫ রান। তবু শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দলে উপেক্ষিত সোহান। গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের জার্সি উন্মোচন অনুষ্ঠানে এ নিয়ে প্রশ্ন করা হলে অবশ্য ক্ষোভ উগরে দেননি সোহান। বরং নির্বাচকসহ কাউকেই অশ্রদ্ধা না করার কথা জানালেন রংপুরের অধিনায়ক সোহান, ‘আগেও আমি বলেছি জাতীয় দলে আমি খেলতে চাই। জাতীয় দলে খেলাটা ভাগ্যের ব্যাপার। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পারফর্ম করা। আমি এমন কোনো কথা বলতে চাই না যাতে অন্য কাউকে অশ্রদ্ধা করা হয়। সিলেকশন আমার হাতে নাই। আমার কাছে পারফর্ম করা গুরুত্বপূর্ণ। সময় খারাপ বা ভালো থাকে। এখন ভালো করতে পারলে যতটা ভালো করা যাবে, এই মোমেন্টাম ক্যারি করা যাবে আমার ক্যারিয়ারটা বড় হওয়ার সুযোগ থাকবে।’
হতাশা না জানিয়ে মহান আল্লাহর ওপর ভরসা রাখতে চাইলেন সোহান, ‘ক্রিকেটারদের জীবনে অফফর্ম আসতেই পারে। এটা স্বাভাবিক। আসলে ওভাবে চিন্তা করার কিছু নাই। কারণ আমি রিজিকে বিশ্বাসী। আল্লাহর ওপর বিশ্বাসী। তো আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা মনে হয়, যে আমার জায়গা থেকে আমি হার্ড ওয়ার্ক করব চেষ্টা করব, বাকিটা আল্লাহ ভরসা।’ গ্লোবাল সুপার লিগের বর্তমান চ্যাম্পিয়ন রংপুর। দুই ম্যাচ হেরে গতবারের টুর্নামেন্ট শুরুর পরও শেষ পর্যন্ত ট্রফি জেতার স্মৃতিচারণ করে সোহান বললেন, ‘বাংলাদেশ ক্রিকেট কঠিন সময় পার করছে। গ্লোবাল লিগে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ ক্রিকেটের বড় অধ্যায়। আমরা চ্যালেঞ্জ উপভোগ করার চেষ্টা করছি। চাপের কিছু নেই। চাপ উপভোগ করতে হবে। শেষবার আমরা যখন গ্লোবাল সুপার লিগে গিয়েছিলাম ওভাবে আমাদের কেউ কাউন্ট করছিল না। প্রথম দুটি ম্যাচ হারার পর একটু ব্যাকফুটে ছিলাম। ওখান থেকে এরকম একটা মঞ্চে আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি, অবশ্যই আলহামদুলিল্লাহ। একইসঙ্গে আমার মনে হয় এই বছর অনেক বড় চ্যালেঞ্জ থাকবে।’ তারপরও শিরোপা জেতানোর মত দল গড়ায় টিম ম্যানেজমেন্টের প্রশংসা করলেন অধিনায়ক সোহান, ‘সত্যি বলতে টিম ম্যানেজমেন্ট শেষ ২-৩ মাসে অনেক কঠোর পরিশ্রম করছে। কীভাবে দলকে একটা জায়গায় নেওয়া যায়। কারণ আমার কাছে মনে হয়, আমরা যখন দল নিয়ে কথা বলি এটা নিয়ে অনেক ডিবেট থাকে, আলোচনা থাকে। শেষ মুহূর্তে আমরা যখন দলটা পেয়েছি, এই দলের উপর আমাদের শতভাগ বিশ্বাস আছে। ইনশাআল্লাহ আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’