আন্তঃজেলা অনূর্ধ্ব-১৮ মেয়েদের কাবাডির প্রতিভা অন্বেষণের আয়োজন করেছে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা। গতকাল মঙ্গলবার ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে পাঁচ দিনব্যাপী প্রতিভা অন্বেষণের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া সচিব মাহবুব উল আলম। এ সময় কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ উপস্থিত থাকবেন। দেশের ২২ জেলার ৬০ জন নবীন খেলোয়াড় এই প্রতিভা অন্বেষণে অংশ নেবেন। কাবাডি ফেডারেশনের তিনজন কোচ তাদেরকে নিয়ম-কানুন শেখাবেন।