ঢাকা মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ | বেটা ভার্সন

বিশ্বকাপে কোয়ালিফাই করা কোচ বাদ

বিশ্বকাপে কোয়ালিফাই করা কোচ বাদ

গত বছর ডিসেম্বরে জুনিয়র (অনূর্ধ্ব-২১) হকি এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে প্রথমবার জুনিয়র বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। এমন সাফল্যের নেপথ্য কারিগর কোচ মওদুদুর রহমান শুভ। যিনি সাবেক তারকা হকি খেলোয়াড় ও বিকেএসপির কোচ। জুনিয়র বিশ্বকাপ হকি হবে ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ে। লাল সবুজ দলের প্রস্তুতি শুরু হবে আজ থেকে। কিন্তু বাংলাদেশকে বিশ্বকাপে তোলা এই কোচকে সেখানে দেখা যাবে না!

হকি ফেডারেশন বিশ্বকাপের প্রস্তুতির জন্য প্রাথমিক ক্যাম্পে ৪৫ জন খেলোয়াড়কে ডেকেছে। ২৬ জুলাই ডাক পাওয়া খেলোয়াড়দের রিপোর্ট করতে হবে। কুপার টেস্টের মাধ্যমে পরের দিন থেকে শুরু হবে প্রস্তুতি। আপাতত দুজন কোচ থাকছেন। আশিকুজ্জামান ও মশিউর রহমান বিপ্লব। সেপ্টেম্বর থেকে নেদারল্যান্ডসের কোচের আসার কথা রয়েছে। হকি ফেডারেশন বাছাইয়ে সাফল্য পাওয়া কোচ শুভকে বিশ্বকাপের মূল পর্বের জন্য বিবেচনায় রাখেনি।

এতে হতাশ জাতীয় দলের সাবেক তারকা শুভ। তিনি শুভ বলেছন, ‘আমি কেন বিশ্বকাপের মূল পর্বে কোচ পদে নেই তা জানি না। কেউ আমার সঙ্গে যোগাযোগও করেনি। এখন ফেডারেশনের যা ভালো মনে হয়েছে, তাই করেছে। এখানে আর কী বলার আছে।’ শুধু অনূর্ধ্ব-২১ দলকে বিশ্বকাপেই নেননি শুভ, এরপর কয়েক দিন আগে চীনে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে বাংলাদেশকে সেমিফাইনালে নিয়ে যান। টানা দুটো সাফল্যের পরও ফেডারেশন এই কোচকে বিবেচনায় রাখেনি।

হকি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবু জাফর তপন এই প্রসঙ্গে বলেছেন, ‘শুভকে নানা কারণে নেওয়া হয়নি। অন্যতম কারণ হলো আমাদের কমিটির শুরুতে কোচেস প্যানেল করার জন্য ডাকা হলেও ও সাড়া দেয়নি। ব্যক্তিগত কারণ বললেও সেই সময় অন্য জায়গায় কোচিং করিয়েছে। আমরা কেবল কোচের সাফল্য দেখছি না, অন্য বিষয়গুলো বিবেচনা করে কোচ নির্ধারণ করছি। তাই কোচেস প্যানেল থেকে আশিক ও বিপ্লবকে সুযোগ দেওয়া হয়েছে। এখানে কোনো ক্লাবের চাপ নেই। স্বাধীনভাবে কাজ করতে পারছি। কোচের সিদ্ধান্তগুলো সবাই মিলে নিয়েছি। এককভাবে নেওয়ার সুযোগ নেই।’

শুভর সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করলে ব্যাখ্যা দিয়েছেন, ‘ওই সময় জাতীয় সিনিয়র দলের জন্য ফেডারেশন ডাকলে আমি না করেছিলাম। তবে অন্য টুর্নামেন্টের জন্য কাজ করবো বলে সাধারণ সম্পাদককে চিঠিও দিয়েছিলাম। আর আমি বিকেএসপির কোচ, তাই ওখানে কোচিং করাই। অন্য কোথায় আর কী করবো। এখন আমাকে যদি সাফল্য পাওয়ার পরও না রাখা হয়, তাহলে কিছু বলার নেই।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত