গত মৌসুমে মোহামেডানকে শিরোপা জেতানো মালির ফরোয়ার্ড সুলেমানে দিয়াবাতে আগেই আবাহনীতে যোগ দিয়েছেন। তার সঙ্গে গত দুই মৌসুম ধরে একই ক্লাবে খেলা আরেক বিদেশি তারকা এমানুয়েল সানডেও ছাড়লেন সাদা কালো শিবির। ২৩ বছর পর মোহামেডান শিরোপা জেতার পরও দিয়াবাতে এবং সানডেকে ধরে রাখেনি। নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডেকে এএফসি চ্যালেঞ্জ লিগ সামনে রেখে দলে টেনেছে কিংস। যদিও নতুন মৌসুমের জন্য এখনও কোচ নিয়োগ দেয়নি কর্পোরেট এই দলটি। ব্রাজিল ও স্পেনের দুই কোচ এই দৌড়ে এগিয়ে রয়েছেন বলে জানা গেছে। আপাতত কোচ ছাড়াই চ্যালেঞ্জ লিগের অনুশীলন শুরু করছে তারা। আগামী ১২ আগস্ট দোহায় সিরিয়ার আল কারামাহর বিপক্ষে কিংসের এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ। কিংস থেকে এরইমধ্যে চলে গেছেন শেখ মোরসালিন, রাব্বি হোসেন রাহুল, রফিকুল ইসলাম ও টুটুল হোসেন বাদশা।