ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কোচ হতে চান জাভি, টাকা নেই ভারতের!

কোচ হতে চান জাভি, টাকা নেই ভারতের!

ভারতীয় ফুটবল দলের নতুন কোচ খুঁজছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। এই তালিকায় অনেক পরিচিত ও প্রত্যাশিত নাম থাকলেও সবচেয়ে চমকপ্রদ ছিল সাবেক বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজের নাম। ‘টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনে বলা হয়েছে, কোচিংয়ের জন্য যেসব আবেদনপত্র জমা পড়েছে, সেখানে ভারতের সাবেক কোচ স্টিফেন কনস্টানটাইন, লিভারপুলের প্রাক্তন তারকা হ্যারি কিউয়েল এবং দেশের খালিদ জামিলের পাশাপাশি ছিলেন স্প্যানিশ কিংবদন্তি জাভি। জাভি নাকি সরাসরি নিজের ইমেইল আইডি থেকে আবেদনপত্র পাঠিয়েছিলেন। তবে বাকি প্রার্থীদের মতো তার যোগাযোগ নম্বরের ঘরটি ছিল ফাঁকা। এআইএফএফ-এর জাতীয় দলের পরিচালক সুব্রত পাল নিশ্চিত করেছেন, ‘হ্যাঁ, জাভির নাম আমরা পেয়েছি। তিনি এআইএফএফ-কে ইমেইল করে আবেদন করেছেন।’ তবে অর্থনৈতিক বাস্তবতায় জাভির আবেদন শুরুতেই বাদ পড়েছে বলে জানিয়েছে ভারতের টেকনিক্যাল কমিটির এক সদস্য। তিনি বলেন, ‘ধরুন জাভি সত্যিই ভারতের কোচ হতে চেয়েছেন এবং আমরা তাকে রাজি করাতেও পেরেছি, তারপরও তার মতো একজনের জন্য প্রয়োজন প্রচুর অর্থ। সেটি এআইএফএফ-এর পক্ষে চালানো কঠিন।’

এর আগেও এক সাক্ষাৎকারে জাভি বলেছিলেন, ভারতে অনেক স্প্যানিশ কোচ কাজ করেন, সেই কারণে তিনি ভারতীয় ফুটবলকে অনুসরণ করেন। কোচ হিসেবে বার্সেলোনাকে ২০২৩ সালের সুপারকোপা দে এসপানা এবং ২০২২-২৩ মৌসুমে লা লিগা জেতান জাভি। খেলার সময়ও ছিলেন মাঝমাঠের মাস্টার, তার পাসিং, দৃষ্টি আর ছন্দময় খেলার জন্য বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছেন। বার্সেলোনার নিজস্ব ফুটবল একাডেমি লা মাসিয়ার ছাত্র জাভি মূলত পুরো ক্যারিয়ারটাই কাটিয়েছেন বার্সাতেই। স্প্যানিশ জায়ান্টদের হয়ে খেলেছেন ৭৬৭টি ম্যাচ। তার সঙ্গে আন্দ্রেস ইনিয়েস্তা ও সের্জিও বুসকেটসের ত্রয়ী মিলে গড়েছিলেন ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ড লাইন। বার্সেলোনার জার্সিতে ৫টি লা লিগা, ৩টি কোপা দেল রে এবং ৩টি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন জাভি। এরমধ্যে দুবার (২০০৮-০৯ এবং ২০১৪-১৫) দলকে ট্রেবল এনে দেন। ২০১৫ সালে বার্সেলোনা ছাড়ার পর যোগ দেন কাতারের আল সাদে। সেখানেও ৪টি ট্রফি জেতেন এবং ২০১৯ সালে খেলোয়াড়ি জীবন শেষ করেন। জাতীয় দলের হয়েও রাঙিয়েছেন ক্যারিয়ার। ২০০৮ ও ২০১২ ইউরো জেতেন স্পেনের হয়ে, সঙ্গে ২০১০ সালে জেতেন বিশ্বকাপ। সব মিলিয়ে ভারতের মতো দেশের ফুটবলকে ঘিরে যদি সত্যি আগ্রহ দেখিয়েও থাকেন জাভি, তা নিঃসন্দেহে বড় খবর। তবে আর্থিক অঙ্কটাই আপাতত সবচেয়ে বড় বাধা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত