রাজশাহীতে ইয়ং টাইগার চ্যালেঞ্জ ট্রফি টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বেলুন ও ফেস্টুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন বাংলাদেশ টেস্ট ক্রিকেটের অধিনায়ক নাজমুল হেসেন শান্ত। অনুষ্ঠানে সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক, মেহেরাব হোসেন অপি, বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাওসার সহ অনেকে উপস্থিত ছিলেন।
খেলা এ এবং বি দুটি গ্রুপে বিভাগের ৮ জেলাকে ভাগ করা হয়েছে। এ গ্রুপের খেলাগুলো অনুষ্ঠিত হবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে। আর বি গ্রুপের খেলা অনুষ্ঠিত হবে বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়ামে। রাজশাহীর মাঠে প্রথম দিনে উদ্বোধনী খেলায় অংশ নিয়েছে নাটোর ও সিরাজগঞ্জ জেলা। আয়োজকরা জানান, অনূর্ধ্ব-১৬ ও ১৮ দলে যারা ভালো খেলেও নানা কারণে বাদ পড়েছেন তাদের আরও একবার সুযোগ দিতেই এমন ইয়ং টাইগার চ্যালেঞ্জ ট্রফি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।