আগামী সেপ্টেম্বরে আরব আমিরাতে বসবে এশিয়া কাপের আসর। তার আগে দল নিয়ে ভাবতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হাতে রয়েছে অফুরন্ত সময়। পাকিস্তান সিরিজ শেষে লম্বা বিরতিতে বাংলাদেশ দল! কেননা অগাস্টে নির্ধারিত ভারত সফর বাতিল হওয়ায় এই সময়ে আর কোনো আন্তর্জাতিক সিরিজ নেই লিটন-মিরাজদের। তবে এই সময়টা অপচয় না করে বরং কাজে লাগাতে চায় বিসিবি।
জানা গেছে, আগামী মাসে একটি বিশেষ প্রশিক্ষণ শিবির আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এই বিশেষ স্কিল ডেভেলপমেন্ট ক্যাম্পে যুক্ত হতে পারেন পাওয়ার হিটিং বিশেষজ্ঞ জুলিয়ান উড। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম নিশ্চিত করেছেন, তারা পাওয়ার হিটিং কোচ জুলিয়ান এবং ক্রীড়া মনস্তত্ত্ববিদ ডেভিড স্কটের সঙ্গে তারা আলোচনা করছেন। সব কিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুরু হতে পারে এশিয়া কাপ। সম্ভাব্য ভেন্যু শোনা যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। সামনের বিশ্বকাপ লক্ষ্য রেখে এই মহাদেশীয় আসরেই নিজেদের শক্তির জানান দিতে চায় বাংলাদেশ। বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, তারা এখনও এশিয়া কাপের আগে একটি সিরিজ আয়োজনের চেষ্টা করছেন। তবে, সেই চেষ্টার দল যেই হোক না কেন, একটি প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হবে যেখানে একজন পাওয়ার হিটিং কোচ এবং একজন মনোবিদ থাকবেন। পাকিস্তান সিরিজ শেষে খেলোয়াড়রা ১০ দিনের ছুটি পাবেন। এরপর তিন সপ্তাহের একটি ক্যাম্প হবে। ক্যাম্পের কিছু অংশ ঢাকায় অনুষ্ঠিত হবে, বাকিটা সিলেট বা চট্টগ্রামে হতে পারে। ফাহিম একটি ইংরেজি দৈনিককে বলেছেন, ‘বিরতি পেয়ে একটি ক্যাম্পের মাধ্যমে প্রস্তুতি নেওয়া, জাতীয় দলের খেলোয়াড়রা দীর্ঘ সময় ধরে এমন সুযোগ পেয়েছেন।’ ফাহিম আরও বলেছেন, ‘আমরা অন্যান্য বোর্ডের সঙ্গে একটি সম্ভাব্য সিরিজ নিয়ে আলোচনা করছি। যদি তা না হয়, তবে নিজেদের মধ্যে কিছু ম্যাচ খেলবো। আমাদের খেলোয়াড়রা প্রায়শই সঠিক ক্যাম্প করার সুযোগ পায় না।’
২০২৩ সালে জুলিয়ান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান কোচ ছিলেন। অন্যদিকে স্কট এর আগে বিসিবির বিভিন্ন কর্মসূচিতে কাজ করেছেন, যার সর্বশেষটি ছিল বিসিবির হাই পারফরম্যান্স ইউনিট এবং অনূর্ধ্ব-১৯ দলে। তাদেরকে নিয়োগ দেওয়া নিয়ে ফাহিম বলেছেন, ‘আমরা তার (জুলিয়ান) সঙ্গে আলোচনা করছি। যদি চূড়ান্ত হয়, আমরা তাকে নিয়ে আসবো। তিনি (স্কট) আগেও আমাদের সঙ্গে কাজ করেছেন। তাকে একটি নতুন চুক্তি দেওয়া হবে এবং নিয়মিত দলের সঙ্গে কাজ করবেন।’