ঢাকা শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ | বেটা ভার্সন

জানা গেল এশিয়া কাপ কবে কোথায়

জানা গেল এশিয়া কাপ কবে কোথায়

ঢাকায় হওয়া এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) এজিএমেই এশিয়া কাপ নিয়ে শঙ্কার মেঘ সরে গিয়েছিল। এবার খোদ এসিসি প্রেসিডেন্ট মহসিন নাকভি এক্স-এ জানিয়ে দিলেন এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর। টুর্নামেন্টের ফাইনাল ২৮ সেপ্টেম্বর। আয়োজক ভারত হলেও এশিয়া কাপ হবে আরব আমিরাতে। তবে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়নি এখনও। সেই সূচিও দ্রুত প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নাকভি। গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের স্বীকৃত অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল। তবে বিস্তারিত সূচি এখনও চূড়ান্ত হয়নি।

নাকভি লিখেছেন, ‘আমি আনন্দের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ২০২৫ সালের এসিসি পুরুষ এশিয়া কাপের আয়োজন নিশ্চিত করছি। মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতা আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আমরা ক্রিকেটের এক দর্শনীয় প্রদর্শনীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি! বিস্তারিত সময়সূচি শিগগিরই প্রকাশ করা হবে।’ আগামী বছরের শুরুতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবার ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণেই হবে এশিয়া কাপের খেলা। সেখানে অংশ নেবে আটটি দল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত