ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বসুন্ধরা কিংসে নতুন কোচ

বসুন্ধরা কিংসে নতুন কোচ

লিগ শিরোপা পুনরুদ্ধার ও এএফসি চ্যালেঞ্জ লিগে ভালো করার লক্ষ্য নিয়ে নতুন কোচ নিয়োগ দিয়েছে বসুন্ধরা কিংস। ব্রাজিলের অভিজ্ঞ ও হাইপ্রোফাইল কোচ সার্জিও ফারিয়াসকে দায়িত্ব দিয়েছে দেশের অন্যতম শীর্ষ ক্লাবটি। এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য গত সোমবার ছিল নিবন্ধনের শেষ সময়সীমা। নির্ধারিত সময়ের মধ্যেই এএফসি পোর্টালে ফারিয়াসের নাম কোচ হিসেবে পাঠিয়েছে কিংস। শুধু কোচ নয়, খেলোয়াড় তালিকাতেও পরিবর্তন এনেছে তারা। ইংল্যান্ডের সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের ফুটবলার কিউবা মিচেলকে নিবন্ধন করেছে কিংস। ক্লাব সভাপতি ইমরুল হাসান জানিয়েছেন, ‘মিচেল বসুন্ধরা কিংসের হয়ে খেলবে। আশা করছি তিন-চার দিনের মধ্যেই সে ঢাকায় পৌঁছাবে।’ নিয়মিত খেলার সুযোগ না পেয়ে এবার প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ায় ফুটবল খেলতে আসছেন ২১ বছর বয়সি এই ফরোয়ার্ড। ২০১৮ সালে প্রিমিয়ার লিগে অভিষেকের পর থেকে পাঁচ মৌসুম কিংসের দায়িত্বে ছিলেন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন। তার বিদায়ের পর রোমানিয়ার ভ্যালেরি তিতে দায়িত্ব নিলেও লিগ ও এএফসি চ্যালেঞ্জ লিগে প্রত্যাশা পূরণ হয়নি, যদিও তার অধীনে দল জিতেছে ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ। ফলে নতুন মৌসুমের জন্য কোচিং প্যানেলে বড় পরিবর্তন আনে কিংস।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত