ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

এক হাজার কোটি টাকায় বায়ার্ন মিউনিখে দিয়াজ

এক হাজার কোটি টাকায় বায়ার্ন মিউনিখে দিয়াজ

ইউরোপীয় ফুটবলের বাজারে চলছে জমজমাট দলবদল। বিভিন্ন দেশের তারকা খেলোয়াড়দের দলে ভেড়াতে চলছে প্রতিযোগিতা। আবার অনেকের কাছে এটি শুধু আনুষ্ঠানিকতা। ঠিক যেমন লুইস দিয়াজ। তার সবকিছু চূড়ান্তই ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণা। অবশেষে সে ঘোষণাটাও চলে এল। লিভারপুল থেকে ৬ কোটি ৫৫ লাখ পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৭৫ কোটি টাকার চুক্তিতে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন কলম্বিয়ান এই উইঙ্গার। লুইস দিয়াজের সঙ্গে চার বছরের চুক্তি সম্পন্ন করেছে বায়ার্ন। এরমধ্য দিয়ে অ্যানফিল্ডের ক্লাবটির সঙ্গে দিয়াজের সাড়ে তিন বছরের সম্পর্কেরও অবসান ঘটেছে। ২৮ বছর বয়সি দিয়াজকে গত শনিবার এসি মিলানের বিপক্ষে লিভারপুলের প্রাক্?-মৌসুম ম্যাচ থেকে বাদ দেওয়া হয়েছিল।

মূলত তখনই তার ক্লাব ছাড়ার বিষয়টি একরকম নিশ্চিত হয়ে যায়। এর আগে চলতি মাসের শুরুতে বায়ার্নের ৫ কোটি ৮৬ লাখ পাউন্ডের প্রাথমিক প্রস্তাব লিভারপুল প্রত্যাখ্যান করলেও পরবর্তী সময় ৬ কোটি ৫৫ লাখ পাউন্ডের চুক্তিতে দুই দল সমঝোতায় পৌঁছায়। চুক্তি স্বাক্ষরের পর এক প্রতিক্রিয়ায় দিয়াজ বলেন, ‘আমি খুব খুশি। বায়ার্নের মতো বিশ্বের অন্যতম সেরা ক্লাবের অংশ হতে পারা আমার জন্য অনেক বড় বিষয়। আমি আমার খেলার ধরন এবং ব্যক্তিত্ব দিয়ে নতুন দলকে সাহায্য করতে চাই। আমার লক্ষ্য প্রতিটি সম্ভাব্য শিরোপা জয় করা।’ বায়ার্নে তিনি ১৪ নম্বর জার্সি পরে খেলবেন।

২০২২ সালের জানুয়ারিতে পোর্তো থেকে ৩ কোটি ৭০ লাখ পাউন্ডে লিভারপুলে যোগ দেন দিয়াজ। ক্লাবটির হয়ে ১৪৮ ম্যাচে ৪১ গোল করেছেন তিনি। যোগ দেওয়ার পর প্রথম মৌসুমেই লিভারপুলের হয়ে এফএ কাপ ও কারাবাও কাপ জিতেন এই উইঙ্গার। এরপর ২০২২ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালেও রিয়াল মাদ্রিদের বিপক্ষে স্কোয়াডে ছিলেন তিনি, যদিও সেই ফাইনালে হেরে যায় লিভারপুল। গত মৌসুমেও দারুণ সময় পার করেছিলেন দিয়াজ। সব প্রতিযোগিতা মিলিয়ে দিয়াজ করেছিলেন ১৭ গোল। আর দলের সঙ্গে তার প্রাপ্তি ছিল প্রিমিয়ার লিগ শিরোপা জয়। লিভারপুলের সফলতা পাওয়ার পর এবার নতুন চ্যালেঞ্জ নিতে দিয়াজ যাচ্ছেন জার্মান চ্যাম্পিয়নদের ডেরায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত