
আন্তর্জাতিক ক্রিকেটে এক পরিচিত নাম আফগানিস্তান। বৈশ্বিক টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ক্রমেই এগিয়ে যাচ্ছে যুদ্ধ বিধ্বস্ত দেশটির ক্রিকেটাররা। তবে আফগানদের অভিষেকের পর থেকে এখনও নিজেদের দেশের মাটিতে খেলতে পারেনি তারা। এ পরিস্থিতিটা বদলাচ্ছে অচিরেই। শিগগিরই নিজেদের দেশের মাটিতে আন্তর্জাতিক ম্যাচে খেলবেন মোহাম্মদ নবি, রশিদ খানদের মতো আফগান কিংবদন্তিরা।
আফগানিস্তান আগামী তিন থেকে চার বছরের মধ্যে নিজ দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে পারবে বলে বিশ্বাস করছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী নাসিব খান।
বিগত এক দশকেরও বেশি সময় ধরে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান তাদের ঘরের মাঠের সিরিজগুলো আয়োজন করেছে ভারত বা সংযুক্ত আরব আমিরাতে। তবে এখন পরিস্থিতির উন্নতি হওয়ায় নিজের দেশের দর্শকদের সামনে খেলার স্বপ্ন দেখছেন নাসিব।
সম্প্রতি বাংলাদেশের ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় অংশ নিতে এসে ক্রিকবাজকে তিনি বলেন, ‘হ্যাঁ, এটা এখন আমাদের জন্য বাস্তবিক এক সম্ভাবনা।