ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

উশুর কোচ হলেন স্বর্ণজয়ী মেজবাহ

উশুর কোচ হলেন স্বর্ণজয়ী মেজবাহ

ঢাকা সাউথ এশিয়ান (এসএ) গেমসে ২০১০ সালে উশুতে স্বর্ণপদক জিতেছিলেন মেজবাহ উদ্দিন। প্রায় ১৫ বছর পর কোচ হলেন সোনাজয়ী সেই উশুকা। নভেম্বরে রিয়াদে ইসলামিক সলিডারিটি গেমস ও জানুয়ারিকে পাকিস্তানে অনুষ্ঠেয় সাউথ এশিয়ান (এসএ) গেমসকে সামনে রেখেগত গত শুক্রবার থেকে শুরু হয়েছে উশুর ক্যাম্প।

মিরপুর শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দীর্ঘমেয়াদি এই ক্যাম্পে তাউলু ইভেন্টের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন এসএ গেমসে স্বর্ণজয়ী উশুকা মেজবাহ উদ্দিন। তিনি বলেন, ‘আমি এর আগে ২০১০ সালে উশুতে সোনা জিতেছিলাম। আমার সেই অভিজ্ঞতা খেলোয়াড়দের মাঝে ভাগাভাগি করতে চাই। দীর্ঘমেয়াদি এই অনুশীলনে আমি আশা করি এবার বাংলাদেশ উশু থেকে এসএ গেমসে সোনার পদক আনতে সক্ষম হবে।’

ফেডারেশনে সাধারণ সম্পাদক শিফু দিলদার হাসান দিলু বলেন, ‘দুই গেমসকে সামনে রেখে দুই ইভেন্টে দুইজন কোচ নিয়োগ দিয়েছি আমরা। এরমধ্যে মেজবাহ একজন। আশাকরি সে উশুর গৌরব ফিরিয়ে আনবে। তবে উশুকাদের জন্য আমরা চীন থেকে প্রধান কোচ আনার চেষ্টা করছি।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত