
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়ে শুরু হতে যাচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের নতুন মৌসুম। সাদা পোশাকে লাল বলের এই দীর্ঘ সংস্করণকেন্দ্রিক ক্রিকেটযজ্ঞে এবার ইতিহাসের সবচেয়ে বেশি ব্যয় করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একইসঙ্গে টি-টোয়েন্টি সংস্করণ দিয়েও শুরু হবে মৌসুমের আনুষ্ঠানিকতা। গত মৌসুমে ক্রিকেটারদের দৈনিক ভাতা ছিল ২,৫০০ টাকা, যা এবার বাড়িয়ে ৩,০০০ টাকা করা হয়েছে। টি-টোয়েন্টি ম্যাচ ফিও বেড়েছে উল্লেখযোগ্যভাবে, ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৪০ হাজার টাকা। লাল বলে প্রথম শ্রেণির ম্যাচে প্রতি খেলোয়াড় এবার পাবেন ৭৫ হাজার টাকা করে। এছাড়াও, প্রথম শ্রেণির ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১০০ ক্রিকেটারের মাসিক বেতনও বেড়েছে। ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা আগে পেতেন ২৫ হাজার টাকা, যা এখন ৩০ হাজার টাকা। ‘বি’ ক্যাটাগরির বেতন ৩০ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৩৫ হাজার টাকা। ‘সি’ ক্যাটাগরির ক্রিকেটাররা আগে পেতেন ৩৫ হাজার, এবার পাবেন ৪০ হাজার টাকা। যদিও এই মাসিক বেতন সরাসরি জাতীয় লিগ খরচের অংশ নয়, তবুও ঘরোয়া মৌসুমে মোট ব্যয় বিবেচনায় এটি একটি গুরুত্বপূর্ণ দিক। প্রাইজমানি ও পারফরম্যান্স ইনসেনটিভ, গত মৌসুমে চারদিনের এনসিএলের চ্যাম্পিয়ন দল পেয়েছিল ৩০ লাখ টাকা এবং রানার-আপ দল পেয়েছিল ১৫ লাখ টাকা। টি-টোয়েন্টি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পেয়েছিল ১৫ লাখ ও রানার-আপ ৭ লাখ টাকা। জানা গেছে, এবার এই অঙ্ক অপরিবর্তিত থাকতে পারে কিংবা কিছুটা বাড়ানোও হতে পারে। এছাড়াও চারদিনের ম্যাচে ম্যাচসেরা পুরস্কার ৩০ হাজার টাকা। টি-টোয়েন্টিতে ম্যাচসেরা ২০ হাজার টাকা। উইনিং বোনাস প্রতি ম্যাচে ৮০ হাজার টাকা। সেরা পারফর্মারদের পুরস্কার, টুর্নামেন্ট সেরা খেলোয়াড়, সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারি- প্রত্যেকে ১ লাখ টাকা করে পুরস্কৃত হবেন।