ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘পাবলিক ফিগার হলেও আমিও একজন মানুষ’

‘পাবলিক ফিগার হলেও আমিও একজন মানুষ’

নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে জাতীয় ক্রিকেট দলের ফিটনেস ক্যাম্প শুরু হয়েছে। তবে এই ক্যাম্পে দেখা যায়নি দলের তারকা ব্যাটার তাওহিদ হৃদয়কে।

তার অনুপস্থিতি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হওয়ার পাশাপাশি গণমাধ্যমে নানা জল্পনা শুরু হয়। কেউ বলেছে, হৃদয় ইংল্যান্ডে হেয়ার ট্রিটমেন্টের জন্য রয়েছেন আবার কেউ বলেছে তিনি তুরস্কে। এই ভুয়া খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হলে হৃদয় নিজেই ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে সত্য উন্মোচন করেছেন।

গতকাল বৃহস্পতিবার বিকালে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে হৃদয় জানান, তিনি দেশেই আছেন এবং মায়ের ক্যান্সার চিকিৎসার জন্য সিরাজগঞ্জের এনায়েতপুরের একটি হাসপাতালে ব্যস্ত সময় পার করছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত