
পেশাদার ম্যাচ খেলতে ভারতে আসবেন, এমনটি হয়তো কখনও ভাবেননি বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সেই অভাবনীয় বিষয়টিই এবার বাস্তব রূপ নিয়ে আসছে পর্তুগিজ ফরোয়ার্ডের সামনে। এশিয়া অঞ্চলের দ্বিতীয় সারির ক্লাব প্রতিযোগিতা এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু-তে ভারতীয় ক্লাব এফসি গোয়ার বিপক্ষে খেলা পড়েছে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের। অস্বাভাবিক কিছু না ঘটলে আল নাসরের হয়ে ভারতে খেলতে আসবেন রোনালদো। এফসি গোয়ার আতিথেয়তায় রোনালদোর ভারত আগমনকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছে দেশটির ফুটবল।
এবারের এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ‘২’ (এসিএল ২) আসরের ড্রয়ের পর থেকেই রোমাঞ্চের জোয়ারে ভাসছে ভারতীয় ফুটবল। সব ঠিকঠাক থাকলে এই টুর্নামেন্টের স্রোতেই যে ভারতীয় ফুটবলের তীর স্পর্শ করবেন রোনালদো! টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার। ‘ডি’ গ্রুপে এই দুই ক্লাবের সঙ্গে আছে তাজিকিস্তানের এফসি ইস্তিকল ও ইরাকের এসসি আল-জাওরা। শুধু এই গ্রুপই নয়, এই টুর্নামেন্টেরই মূল আকষর্ণ এবার আল নাস্র এবং বলার অপেক্ষা রাখে না, সেটি রোনালদোর কারণেই। তিনি ছাড়াও সাদিও মানে, জোয়াও ফেলিক্স, ইনিগো মার্তিনেসের মতো তারকারা আছেন দলে। তবে রোনালদোর আবেদন তো অন্য উচ্চতায়। ড্রয়ের পর বার্তা সংস্থা এপিকে সেই রোমাঞ্চের কথাই বললেন এফসি গোয়ার প্রধান নির্বাহী রাভি পুস্কুর। ‘এফসি গোয়ার জন্য এটি জীবনে একবার পাওয়ার মতো মুহূর্ত। আল নাস্?র ও ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যাচ আয়োজন করাকে বলা যায় তর্কযুক্তভাবে ভারতের ক্লাব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ।’ প্রধান নির্বাহীর মতে, ভারতীয় ফুটবলের জন্যও এটি বড় একটি সুযোগ নিজেদের অবস্থান জানান দেওয়ার। ‘ভারতীয় ফুটবলের জন্য এটি ঐতিহাসিক ব্যাপার। যোগ্যতা দিয়েই আমরা এই জায়গায় এসেছি এবং এই ধরনের ম্যাচ আমাদেরকে সুযোগ করে দিচ্ছে দেখিয়ে দেওয়ার যে, মহাদেশীয় পর্যায়ে আমরা লড়তে পারি ও খেলাধুলার বৃহত্তর আখ্যানের অংশ হতে পারি। ভারতীয় ফুটবলকে বৈশ্বিক আকর্ষণের কেন্দ্রে আনার অনন্য সুযোগও এটি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, দেশজুড়ে ক্রীড়াপ্রেমিদের মধ্যে ভারতীয় ফুটবলের প্রতি বাড়তি আগ্রহের স্ফুলিঙ্গ জন্ম দেওয়া ও ফুটবলকে পাদপ্রদীপের আলোয় আনা, অনেক দিন ধরেই যা জরুরি।’ এমন এক সময়ে এই ড্র এবং রোনালদোর দলের সঙ্গে খেলার সুযোগটি এলো, যখন ভারতীয় ফুটবলে চলছে বড় সঙ্কট। ইন্ডিয়ান সুপার লিগের নতুন মৌসুম শুরু হওয়ার কথা আগামী মাসে। কিন্তু ফেডারেশনের সঙ্গে বাণিজ্যিক সঙ্গীদের চুক্তির জটিলতায় আপাতত লিগ স্থগিত হয়ে গেছে। তবে সবকিছুকে ছাপিয়ে রোনালদোর দলের সঙ্গে এই লড়াই ক্লাবের এগিয়ে চলার পথে বিশাল এক পদক্ষেপ হতে পারে বলে মনে করেন এফসি গোয়ার প্রধান নির্বাহী। ‘আর্থিক জোয়ার তো অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে বৃহত্তর ছবিটায় তাকালে এটি আমাদের জন্য বড় সুযোগ দীর্ঘমেয়াদে নিজেদের গড়ে তোলার। বৈশ্বিক মনোযোগ, স্পন্সরদের আগ্রহ এবং সমর্থকদের সম্পৃক্ততা মিলিয়ে এই ধরনের ম্যাচগুলি ক্লাবের ভিতকে আরও শক্তিশালী করবে ও ভবিষ্যতের বিনিয়োগ ক্ষেত্র তৈরি করে দেবে।’ টুর্নামেন্টের ড্র হলেও ম্যাচগুলোর সূচি এখনও চূড়ান্ত হয়নি।