ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

এবার এশিয়া সেরা হতে মরিয়া বাংলাদেশ

এবার এশিয়া সেরা হতে মরিয়া বাংলাদেশ

এশিয়া কাপে বাংলাদেশ তিনবার ফাইনাল খেললেও শিরোপা ছোঁয়া হয়নি। ২০১২ সালে প্রথমবার ফাইনাল খেলে হৃদয় ভাঙে বাংলাদেশের। হেরে যায় পাকিস্তানের বিপক্ষে। পরবর্তীতে ২০১৬ সালে প্রথমবার টি-টোয়েন্টি আসরেও বাংলাদেশ ফাইনাল খেলেছিল। শিরোপা হাতছাড়া করে ভারতের কাছে। ঘরের মাঠে দুই এশিয়া কাপে বাংলাদেশ শিরোপা হাতছাড়ায় প্রশ্ন উঠেছিল শিরোপা কি অধরাই থাকবে? ২০১৮ সালেও সেই বাঁধা টপকাতে পারেনি বাংলাদেশ। দুবাইয়ে ভারতের কাছে আবার শিরোপা খোয়ায় বাংলাদেশ। প্রতিবারই শিরোপার খুব কাছে গিয়ে বাংলাদেশ শূন্য হাতে ফিরে এসেছে ? অধরা স্বপ্ন কখনও পূরণ কী হবে না? জাতীয় দলের ক্রিকেটার জাকের আলী আশা দেখালেন এবারই সেই অপেক্ষা দূর করবে বাংলাদেশ। সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন তারা। গতকাল সোমবার জাকের আলী বলেছেন, ‘এবার আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এশিয়া কাপে যাচ্ছি। ব্যক্তিগতভাবে, আমি বলতে পারি যে আমি চ্যাম্পিয়নশিপ জিততে সেখানে যাচ্ছি।’ সেপ্টেম্বরে বসবে এই আসর। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের আসর হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ৯-২৮ সেপ্টেম্বর পর্যন্ত ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ছয় দলের প্রতিযোগিতায় সবশেষ আসরে বাংলাদেশ সুপার ফোরেও উঠতে পারেনি। এবার সবার চাওয়া ফাইনাল জয়, ‘দলের সবাই একই রকম অনুভব করে। এখন যে ধরনের পরিবেশ আমাদের আছে, এবং সবাই যেভাবে কঠোর পরিশ্রম করছে, তাতে আমরা সত্যিই বিশ্বাস করি যে আমরা চ্যাম্পিয়ন হতে যাচ্ছি।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত