
সর্বশেষ বিপিএলে স্পট ফিক্সিং নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গঠিত তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দেবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে। এ তদন্তে এখন পর্যন্ত তিনটি ফ্র্যাঞ্চাইজির নাম এসেছে অভিযুক্ত হিসেবে, যারমধ্যে আছে ঢাকা ক্যাপিটালসও। দেশের একটি সংবাদমাধ্যম এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশের পর গতকাল নিজেদের ফেসবুক পেজে বিবৃতি দিয়েছে ঢাকা ক্যাপিটালস।