ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

প্যারা ব্যাডমিন্টনে জিতলেন যারা

প্যারা ব্যাডমিন্টনে জিতলেন যারা

শারীরিক স্বক্ষমতা নেই তাদের। তারপরও খেলায় উৎসাহের কমতি নেই। গতকাল শুক্রবার শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে সেই প্যারা ব্যাডমিন্টনের শাটলাদের খেলা শেষ হল। এসএল ফোরে ইমাম চ্যাম্পিয়ন ও জয়তু রানারআপ হন। মেয়েদের এসএইচ সিক্স ইভেন্টে শর্মি চ্যাম্পিয়ন ও সালমা রানারআপ, মেয়েদের হুইলচেয়ার-২ ইভেন্টে সোনিয়া চ্যাম্পিয়ন ও আরফা রানারআপ, ছেলেদের হুইলচেয়ার-১ ইভেন্টে চ্যাম্পিয়ন মাহবুব ও বেলাল রানারআপ হন। ছেলেদের এসএল-২ ইভেন্টে জাভেদ চ্যাম্পিয়ন ও ফয়েজ রানারআপ, ছেলেদের এসইউ-৫ ইভেন্টে সাব্বির চ্যাম্পিয়ন ও নয়ন রানারআপ হন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের (এনপিসি) সহ-সভাপতি ও পুলিশের জয়েন্ট কমিশনার নাছিরুল ইসলাম পুরস্কার তুলে দেন। এ সময় এনপিসির মহাসচিব ড. মারুফ হাসান মৃদুল, যুগ্ম মহাসচিব ও সাবেক ক্রিকেটার সানোয়ার হোসনে ও ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল কবির উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত