
তারুণ্যের উৎসবে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত মেয়েদের সাঁতারে জোড়া স্বর্ণপদক জিতেছেন রুম্পা খাতুন। গতকাল শুক্রবার ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত আন্তঃজেলা বয়সভিত্তিক সাঁতারের ১০০ মিটার ব্যাকস্ট্রোক ও ১০০ মিটার বাটারফ্লাইয়ে দুটি স্বর্ণপদক জেতেন কুষ্টিয়ার এই সাঁতারু। ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে কুষ্টিয়ার মেরিনা খাতুন ও ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে একই জেলার রিয়া আক্তার স্বর্ণপদক জেতেন। এছাড়া ৮-১০ বছর গ্রুপে ৫০ মিটার ফ্রিস্টাইলে কুষ্টিয়ার মেরিনা আক্তার, ১১-১২ বছর গ্রুপে ৫০ ম্টিার ফ্রিস্টাইলে কুষ্টিয়ার রিয়া আক্তার, ১৩-১৪ বছর গ্রুপে ২০০ মিটার ইন্ডিভিজুয়াল মিডলেতে একই জেলার রুমা খাতুন, ৮-১০ বছর গ্রুপে ৫০ মিটার ব্যাকস্ট্রোকে বগুড়ার র্ইাসা খাতুন ও ১১-১২ বছর গ্রুপে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে চাঁপাইনবাবগঞ্জের নুরাইয়া খাতুন স্বর্ণ জেতেন। এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন সাঁতার ফেডরেশনের সহ-সভাপতি ও মিয়া ভাই ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান। এ সময় ফেডারেশনের কোষাধ্যক্ষ মেজর (অব.) আতিকুর রহমান, মহিলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি ডা. ইসমত আরা হায়দার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলী উপস্থিত ছিলেন।