ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আর্জেন্টিনায় ফুটবল ম্যাচে রক্তক্ষয়ী সংঘর্ষ

আর্জেন্টিনায় ফুটবল ম্যাচে রক্তক্ষয়ী সংঘর্ষ

দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদার টুর্নামেন্ট কোপা সুদামেরিকান। কোপা সুদামেরিকানার বিজয়ী দল পরবর্তী আসরের কোপা লিবার্তাদোরেসে খেলার সুযোগ পায় এবং দক্ষিণ আমেরিকার সেরা ক্লাব হিসেবে বিবেচিত হয়। এ টুর্নামেন্টের শেষ ষোলো পর্বের ম্যাচে আর্জেন্টিনার ক্লাব ইনডিপেনডিয়েন্তে ও চিলির ক্লাব ইউনিভার্সিদাদ দে চিলের মুখোমুখি হয়েছিল। ১-১ গোলে ম্যাচটি চলছিল, তখনই হঠাৎ করে বন্ধ ঘোষণা করা হয়। কারণ গ্যাল্রিতে তখন দুই দলের সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ। ম্যাচটি দ্বিতীয়ার্ধে গড়ানোর আগেই দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। অভিযোগ উঠেছে, চিলিয়ান সমর্থকদের সেকশন থেকে ইন্ডিপেনদিয়েন্তের সমর্থকদের ওপর নানা বস্তু নিক্ষেপ করা হয়। এমনকি স্টেডিয়ামের বাইরে থেকেও পাথর ছোড়া হয়েছে বলে জানা গেছে। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিচ এই সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘সমর্থকদের মধ্যে এই সহিংসতা এবং আয়োজকদের অব্যবস্থাপনাই এই পরিস্থিতির জন্য দায়ী। বিচার বিভাগকে অবশ্যই দায়ীদের চিহ্নিত করতে হবে।’ চিলির রাষ্ট্রদূত জানান, অনেকের কাছেই ছুরি ছিল এবং অন্তত একজন চিলিয়ান গুরুতর আহত অবস্থায় হাসপাতালে রয়েছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, কেউ কেউ ধাতব রড দিয়ে আঘাত করছেন, আবার কেউ গ্যালারিতে আগুন ধরাচ্ছেন। কেউ কেউ সিট খুলে ছুড়ে মারছেন- আবার কেউ মারামারি থেকে বাঁচতে উপরের সারি থেকে নিচে লাফিয়ে পড়ছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ম্যাচ কিছু সময়ের জন্য আবার শুরু হলেও মাত্র পাঁচ মিনিটের মধ্যেই সহিংসতা আরও বাড়তে থাকায় ম্যাচটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। ম্যাচ অফিশিয়াল ও খেলোয়াড়রা দ্রুত ড্রেসিংরুমে ফিরে যান।

স্টেডিয়ামে ঘোষণা দেওয়া হয়, ভিজিটিং ফ্যানদের বেরিয়ে যেতে হবে, যেন খেলা আবার শুরু করা যায়। তবে ১৫ মিনিট পরও কিছু সমর্থক রয়ে গেলে ইন্ডিপেনদিয়েন্তের সন্দেহভাজন কিছু সমর্থক ইউনিভার্সিদাদ দে চিলের গ্যালারিতে ঢুকে তাদের উপর হামলা চালায়। এ সময় কেউ একজন ধাতব রড দিয়ে হামলা চালান, যার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ছবিতে দেখা যায়, কিছু মানুষ রক্তাক্ত ও অর্ধনগ্ন অবস্থায় গ্যালারির উপরের দিকে দৌড়াচ্ছেন। আবার কেউ নিরাপত্তার খোঁজে ভয়ের চোটে গ্যালারি থেকে লাফিয়ে নিচে পড়ে যান। স্টেডিয়ামের প্রান্তিক দেয়ালে কাপড় ঝুলে থাকার দৃশ্যও ধরা পড়ে, যা দেখায় অনেকে পালানোর সময় নিজেদের জিনিসপত্র ফেলে গেছেন।

দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল জানায়, স্টেডিয়ামের ও শহরের নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় ম্যাচটি বাতিল করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের দাবি, ঘটনার জেরে দুই ক্লাবকেই পরবর্তী দুই মৌসুমের জন্য দক্ষিণ আমেরিকার যেকোনো আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা হতে পারে, যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত