ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কুষ্টিয়া চ্যাম্পিয়ন

কুষ্টিয়া চ্যাম্পিয়ন

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে আন্তঃজেলা মেয়েদের বয়সভিত্তিক সাঁতারে কুষ্টিয়া চ্যাম্পিয়ন ও চাঁপাইনবাবগঞ্জ রানার্সআপ হয়েছে। গতকাল শনিবার ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে দুই দিনব্যাপী খেলা শেষে নয়টি স্বর্ণও তিনটি ব্রোঞ্জ পেয়ে ৪৫ পয়েন্ট নিয়ে সেরার তকমা জেতে কুষ্টিয়া জেলা। অন্যদিকে দুটি করে স্বর্ণ ও রৌপ্য জিতে রানার্সআপ হয়েছে চাঁপাইনবাবগঞ্জ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া সচিব মাহবুব উল আলম। বিশেষ অতিথি ছিলেন- জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম। এ সময় মহিলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সভানেত্রী ডা. ইসমত আরা হায়দার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলী উপস্থিত ছিলেন। এবারের আসরে ২১ জেলার ১০৭ ক্ষুদে সাঁতারু তিনটি গ্রুপের খেলায় অংশ নেয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত