ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জাপানকে হারিয়ে বিকেএসপির উশাচিং মারমার স্বর্ণ জয়

জাপানকে হারিয়ে বিকেএসপির উশাচিং মারমার স্বর্ণ জয়

দ্বিতীয় আন্তর্জাতিক চিলড্রেন’স জুডো চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় বিকেএসপির উশাচিং মারমা বিজয় স্বর্ণপদক অর্জন করেন। ২০ থেকে ২৫ আগস্ট পর্যন্ত ভূটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয় (+৬০) কেজি ওজন শ্রেণির ফাইনালে জাপানের জুডোকারকে হারিয়েছেন।

এছাড়া মো. সামিউল ইসলামণ্ড৫৫ কেজি ওজন শ্রেণির ফাইনালে জাপানের কাছে হেরে রৌপ্য পদক অর্জন করেন। বিকেএসপি দলে দুইজন খেলোয়াড় ও একজন কোচ অংশগ্রহণ করেন। মিক্সড টিম ফাইটে অংশগ্রহণ করবে বিকেএসপির জুডোকাররা। আগামীকাল সোমবার দলটি দেশে প্রত্যাবর্তন করবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত