
ঘরের মাঠে নেপাল ও ভারতের বিপক্ষে খেলতে গতকাল সোমবার ?দুপুর ১২টায় ঢাকায় পা রাখার কথা ছিল হামজা চৌধুরীর। কিন্তু নির্ধারিত ফ্লাইট মিস করায় বিলম্বে পৌঁছেছেন এই ব্রিটিশ-বাংলাদেশি তারকার। এদিন সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হামজাকে বহনকারী বিমান। জাতীয় দলের টিম ম্যানেজার আমের খান এমন তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হামজা ট্রাফিক জ্যামের কারণে নির্ধারিত ফ্লাইট ধরতে পারেননি।
পরে সন্ধ্যায় পৌঁছান তিনি। বাফুফে সূত্রে জানা গেছে, সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে পারেননি হামজা। যে কারণে ফ্লাইট মিস করেন লেস্টার সিটিতে খেলা এই মিডফিল্ডার। পরে নিজেই টিকিট কেটে নতুন ফ্লাইট ধরেছেন। যে কারণে তার দেশে ফেরাও কিছু সময়ের জন্য পিছিয়ে গেছে।