
আর্জেন্টিনা জাতীয় দল আগামী শুক্রবার অ্যাঙ্গোলার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে।
এই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে নাম থাকলেও শেষ পর্যন্ত দলে থাকছেন না অ্যাটলেটিকো মাদ্রিদের তিন ফুটবলার।
হুলিয়ান আলভারেজ, নাহুয়েল মোলিনা ও জুলিয়ানো সিমিওনে। হলুদ জ্বরের টিকার আনুষ্ঠানিক প্রক্রিয়া সময়মতো সম্পন্ন না করায় তারা দলে থাকতে পারছেন না, গত সোমবার এক বিবৃতিতে জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
হলুদ জ্বর একটি মশাবাহিত ভাইরাসজনিত রোগ, যা আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চলে সাধারণভাবে দেখা যায়। এইসব অঞ্চলে ভ্রমণের আগে যাত্রীদের বাধ্যতামূলকভাবে টিকা নিতে হয়, যাতে সংক্রমণ রোধ করা যায়। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে বলেছে, ‘খেলোয়াড়রা সময়মতো হলুদ জ্বর টিকার সঙ্গে সম্পর্কিত স্বাস্থ্য প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি। অ্যাঙ্গোলায় প্রবেশের জন্য এই টিকা বাধ্যতামূলক।’
অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে আরও দুই আর্জেন্টাইন খেলোয়াড়, থিয়াগো আলমাদা ও নিকোলাস গনসালেস, এই সফরের দলে রয়েছেন।
বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইতিমধ্যেই ২০২৬ বিশ্বকাপের (যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা) টিকিট নিশ্চিত করেছে। এই আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার ভারতে আরেকটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল। তবে আয়োজকরা সময়মতো ফিফার অনুমোদন নিতে না পারায় ম্যাচটি স্থগিত করা হয়েছে, জানায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।