
নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ ও ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে কানাডা থেকে বাংলাদেশে এসে পৌঁছেছেন জাতীয় দলের ডিফেন্ডার সামিত সোম। আজ বৃহস্পতিবার ঢাকায় নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে লড়বে লাল-সবুজের দল। গত মঙ্গলবার রাতে কানাডা থেকে ঢাকায় পৌঁছান সামিত। তিনি কাভালরি এফসির হয়ে ১০ নভেম্বর পর্যন্ত খেলেছেন, এরপরই বিমানে চড়ে দেশে ফেরেন। কানাডায় তখন তাপমাত্রা ছিল মাইনাস দুই ডিগ্রির আশপাশে। সেখান থেকে ঢাকার ২০-২৫ ডিগ্রি সেলসিয়াস উষ্ণ আবহাওয়ায় মানিয়ে নেওয়া যে সহজ হবে না, তা স্বীকার করছেন জাতীয় দলের ফিটনেস কোচরাও। তবু গতকাল বুধবার জাতীয় স্টেডিয়ামে দলের অনুশীলনে যোগ দেন সমিত সোম।