
ফরচুন বরিশাল-ডিআরইউ মিডিয়া ক্রিকেট-২০২৫ এ শুভসূচনা করেছে দৈনিক আলোকিত বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মওলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) ৬ রানে হারিয়েছে আলোকিত বাংলাদেশ। ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ৩৬ তুলে নেন বিজয়ী দলের আরাফাত দাড়িয়া। ম্যাচসেরার পুরস্কার জিতে নেন তিনি। এদিন টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আলোকিত বাংলাদেশের অধিনায়ক ডি এম আমিরুল ইসলাম অমর। সিক্স এ সাইড এই টুর্নামেন্টে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি তাদের। বিটিভির বোলারদের ঠিকমত মোকাবিলা করতে হিমশিম খাচ্ছিলেন আলোকিত বাংলাদেশের দুই ওপেনার আরাফাত দাড়িয়া ও আরিফুল ইসলাম। মাত্র ৬ রান করে আউট হন আরিফুল ইসলাম। এরপর ব্যাট হাতে নামেন অধিনায়ক ডি এম অমর। তারপরই রান তোলার গতি বাড়ে। এ সময় নিজেকে ফিরে পান দাড়িয়া। তাদের দুইজনের ব্যাটে চ্যালেঞ্জিং স্কোর গড়ে আলোকিত বাংলাদেশ। তাদের পুঁজি দাঁড়ায় ৬ ওভারে ১ উইকেটে ৭৭ রান। আরাফাত দাড়িয়া ৩৬ ও ডিএম অমর ২৩ রান করে অপরাজিত থাকেন।
জবাবে ৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনা পায় বিটিভি। তবে আলোকিত বাংলাদেশের মাহবুবুর রহমান মাসুম বল হাতে চেপে ধরেন বিটিভির ব্যাটারদের। ফলে রান তোলার গতি কমে তাদের। এক পর্যায়ে রায়হান আল মুঘনি ২১ রান করে অবসর নেন। উদ্দেশ্য হার্ড হিটার রবিকে নামিয়ে রানের গতি বাড়ানো। তবে সেটি কাজে লাগেনি। দুর্দান্ত বোলিংয়ে রবিকে মাত্র ৪ রানেই ফিরিয়ে দেন আলোকিত বাংলাদেশের ফারুক আলম। তখনই জয় নিশ্চিত হয় আলোকিত বাংলাদেশের। শেষ তিন বলে জয়ের জন্য বিটিভির প্রয়োজন হয় ১১ রান। কিন্তু তারা তুলতে পারেন ৫ রান। তাতেই ৬ রানের জয় নিশ্চিত হয় আলোকিত বাংলাদেশের।
বিজয়ী দলের হয়ে একমাত্র উইকেটটি শিকার করেন ফারুক আলম। খেলা শেষে আলোকিত বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক আরাফাত দাড়িয়ার হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন। এ সময় ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান ও ডিআরইউর সাবেক সভাপতি মুরসালিন নোমানীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আলোকিত বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন রেজাই রাব্বী এবং ম্যানেজার ছিলেন জাফিউল ইসলাম (বাবু)।