
জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে ফাইনাল আজ। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে শিরোপার জন্য লড়বে সিরাজগঞ্জ ও দিনাজপুর। প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় উঠেছে দল দুটি। ম্যাচটি শুরু হবে বেলা ২টা ৪৫ মিনিটে। ফাইনাল উপলক্ষে শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) অনুষ্ঠিত ম্যাচ পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে দিনাজপুরের কোচ শামিম আহমেদ বলেন, ‘আমার লক্ষ্য ছিল শুধু সদর না, গ্রাম থেকেও খেলোয়াড় বাছাই করা এবং তাদের নিয়ে দল গঠন করা। আমরা সেই দল নিয়ে ফাইনালে উঠেছি। অবশ্যই সিরাজগঞ্জ আমাদের সামনে শক্ত প্রতিপক্ষ। তবে আমরা শিরোপা জিততে আশাবাদী।’ এবার জাতীয় চ্যাম্পিয়নশিপের শেষ আট পর্যন্ত খেলাগুলো হয়েছে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। এতে সুফল দেখছেন দিনাজপুর কোচ, ‘এটি খুব ভালো দিক ছিল। স্বাগতিক হলে সুবিধা পাওয়া যায়। আবার অ্যাওয়ে গেলে চাপে পড়ে যাই। সেটা ওভারকাম করতে কি করতে হয় তা আমরা শিখেছি। যাইহোক হোম অ্যাওয়ে ভিত্তিতে খেলা হলে ভাল হয়।’