ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চীনে বড় জয় বাংলাদেশের

চীনে বড় জয় বাংলাদেশের

এশিয়ান কাপ অনূর্ধ্ব ১৭ বাছাইয়ে বাংলাদেশ বড় জয় পেয়েছে। গতকাল শনিবার গ্রুপের প্রথম ম্যাচে তিমুর লেসেথেকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল। চীনের তঙ্গিয়াল লং স্টেডিয়ামে গতকাল শনিবার দলের জয়ে জোড়া গোল করেন মোহাম্মদ মানিক। বাকি তিন গোলদাতা রিফাত, বায়েজিদ বোস্তামি ও আকাশ আহম্মেদ। ১১ মিনিটে মোহাম্মদ মানিকের ক্রস খুঁজে পায় বাঁ দিকে থাকা রিফাত কাজীকে, নিখুঁত হেডে দলকে এগিয়ে নেন তিনি।

২৮ মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের ফ্রি কিকের পর মানিকের শটে ব্যবধান হয় দ্বিগুণ।

বিরতির আগে ব্যবধান আরও বাড়িয়ে নেয় বাংলাদেশ। জটলার ভেতর থেকে মানিকের শট খুঁজে পায় জাল। দ্বিতীয়ার্ধের শুরুতে আজাদের পাস ধরে বায়েজিদ বোস্তামি স্কোরলাইন করেন ৪-০। ম্যাচের শেষ দিকে ৮৮ মিনিটে আকাশ দূরপাল্লার শটে নিশ্চিত করেন বাংলাদেশের বড় ব্যবধানের জয়। ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল সোমবার দল মুখোমুখি হবে ব্রুনেইয়ের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত