ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সবার ওপরে তাইজুল

সবার ওপরে তাইজুল

নিভৃতেই এগিয়ে চলেছেন সবসময়। আলোচিত পারফরমে করেও সেভাবে লাইমলাইট পাননি কখনও। এমনকি দেশের সেরা এক ইনিংসে ৮ উইকেট নিয়েও পাননি দেশ সেরা বোলার তকমা। বরাবরই সাকিব আল হাসানের আড়ালে থাকতে হয়েছে। তাতে আক্ষেপ নেই তাইজুলের। নিজের সেরাটা দিয়ে যাওয়ার কথা বলেছেন বারবার। সেই গতিপথ ধরে এগিয়ে এখন সত্যি-সত্যি বাংলাদেশের সেরা হয়ে গেছেন এই স্পিনার। আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে সফরকারীদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। তাইজুলের তিন উইকেট ছাড়াও হাসান মুরাদের দুটি ও খালেদ আহমেদের ১ উইকেটে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৭৬ রান তুলেছে আয়ারল্যান্ড। জয়ের জন্য আরও ৩৩৩ রান চাই দলটির। এর আগে বাংলাদেশ ৪ উইকেটে ২৯৭ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। আয়ারল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৫০৯ রানের।

টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি এখন তাইজুল। সাকিব আল হাসানকে টপকে এখন ২৪৯ টেস্ট উইকেটের মালিক তিনি। চলতি টেস্টের এ ইনিংসেই ২৫০ উইকেটের তালিকায় নাম তুলতে আর একটি শিকার চাই তাইজুলের। আইরিশদের বিপক্ষে মিরপুর টেস্টে ২৪২ উইকেট নিয়ে নেমেছিলেন তাইজুল। তখন সাকিবের থেকে মাত্র ৪ উইকেট দূরে ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত