
ব্যাংকার্স স্পোর্টস অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্টে-২০২৫’ চ্যাম্পিয়ন হয়েছে জনতা ব্যাংক পিএলসি। আট দলের এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয় গত শুক্রবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ক্রিকেট মাঠে অনুষ্ঠিত শিরোপা লড়াইয়ে সোনালী ব্যাংক পিএলসি’র দল ‘সোনালী টাইগার্স’কে ১২৭ রানে পরাজিত করে জনতা ব্যাংকের ‘টিম জেবি’। এ সময় মাঠে জনতা ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মরতুজা, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক প্রসূন বিশ্বাস, সদস্য সচিব মো. রাসেল শিকদারসহ অন্যান্য ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে ম্যাচটি উপভোগ করেছেন।