ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিকেএসপিতে আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বিকেএসপিতে আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

ঢাকা বিকেএসপিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও বিকেএসপি কর্তৃক পরিচালিত যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণে যুবতীদের প্রথম ব্যাচের ১৫ দিনের প্রশিক্ষণ শেষ হয়েছে। গত শনিবার সকালে সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানে বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) ও প্রকল্প পরিচালক কর্নেল মো. গোলাম মাবুদ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সনদ ও প্রশিক্ষণ ভাতা তুলে দেন তিনি।

এ সময় গোলাম মাবুদ হাসান বলেন ‘একটি সুস্থ, শক্তিশালী যুব সমাজ গঠন ও নিজেদের আত্মরক্ষার জন্য এ মৌলিক প্রশিক্ষণ বলিষ্ঠ ভূমিকা রাখবে। দেশের যেকোনো দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীরা সদা প্রস্তুত থাকবে বলে আশা করছি।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত