ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘১০০ টেস্ট খেলতে আমাদের ৫০ বছর লাগবে’

‘১০০ টেস্ট খেলতে আমাদের ৫০ বছর লাগবে’

টেস্ট সিরিজ খেলতে প্রথমবার বাংলাদেশে এসেছিল আয়ারল্যান্ড। কিন্তু অভিজ্ঞতা হলো একদম তেতো। টাইগারদের কাছে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে আইরশরা। অবশ্য খুব বেশি টেস্ট ম্যাচ খেলার সুযোগও পান না তারা। ২০১৮ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর ৭ বছরে আয়ারল্যান্ড গোটা দল খেলতে পেরেছে কেবল ১২টি টেস্ট। বছরে গড়ে দুটি টেস্ট খেলার সুযোগও পায়নি তারা। অন্যদিকে বাংলাদেশের কেবল মুশফিকুর রহিমই ১০০ টেস্ট খেলেছেন। তার শততম টেস্ট উদযাপনের বর্ণাঢ্য আয়োজন তারা দাঁড়িয়ে দেখেছেন অসহায়ের মতন, যাতে ঝরে পড়েছে আক্ষেপ। সিরিজ শেষে আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি সেই আক্ষেপ আর আড়াল করলেন না।

বাংলাদেশ সফরে এবার আয়ারল্যান্ড চেয়েছিল এক টেস্টের সঙ্গে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুরোধে তারা ওয়ানডে বাদ দিয়ে আরেক টেস্ট খেলতে রাজী হয়। যে টেস্টটি আসলে মুশফিকের জন্যই অনেকটা আয়োজিত হয়েছে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ২০ বছরের দীর্ঘ চক্র পূরণ করে শততম টেস্টে নামেন মুশফিক। গোটা আয়ারল্যান্ড দল মিলে যেখানে কেবল খেলেছে এক ডজন টেস্ট সেই জায়গায় ব্যবধানটা স্পষ্ট। কেবল টেস্ট নয়, প্রথম শ্রেণির ক্রিকেট কাঠামোও প্রায় নেই বললেই চলে দেশটির।

পাঁচ বছর ধরে প্রথম শ্রেণির ক্রিকেট হয় না আয়ারল্যান্ডে। প্রথম শ্রেণির ক্রিকেট নেই, নেই নিয়মিত টেস্ট খেলার সুযোগ। এই অবস্থাতেও কম হাল ছাড়েনি তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত