
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে পূর্ব তিমুরকে ৫-০ গোলে বিধ্বস্ত করে নিজেদের মিশন শুরু করেছে লাল সবুজের কিশোররা। এ- গ্রুপে আজ তাদের প্রতিপক্ষ ব্রুনাই দারুসসালাম। চীনের চংকিংয়ের ইয়ংচুয়াং স্পোর্টস সেন্টারে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১২টায়। এ- গ্রুপে বাংলাদেশ, শ্রীলংকা ও স্বাগতিক চীন নিজেদের প্রথম ম্যাচ শেষ করেছে। প্রত্যেকেই একটি করে ম্যাচ জিতে পেয়েছে সমান তিন পয়েন্ট করে। এখনও শূন্য হাতে ব্রুনাই দারুসসালাম, বাহরাইন ও পূর্ব তিমুর। এশিযান কাপের শূল পর্বে খেলতে হলে বাংলাদেশকে পারি দিতে হবে অনেক দূর। সেটা ভালো করেই জানে কোচ গোলাম রব্বানীর শিষ্যরা। ব্রুনাইয়ের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে কাল স্থানীয় সময় বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত অনুশীলন করে বাংলাদেশ দল।