
আগামী মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঘিরে জমে উঠেছে নানা আলোচনা।
নির্ধারিত সময় অনুযায়ী ২৩ নভেম্বর লা মেরিডিয়ানে নিলাম হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত স্থগিত করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী ৩০ নভেম্বর বিকাল তিনটায় রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হবে খেলোয়াড় নিলাম। বিপিএলের পরবর্তী আসর শুরুর আগে এটিই হবে বড় আনুষ্ঠানিকতা। নিলাম পেছিয়ে যাওয়ায় মূল টুর্নামেন্টের শুরুর তারিখ নিয়েও তৈরি হয়েছিল অনিশ্চয়তা।
তবে বিসিবির অভ্যন্তরীণ সূত্র জানাচ্ছে, সব কিছু ঠিক থাকলে ২৬ ডিসেম্বর মাঠে গড়াতে পারে বিপিএলের এবারের আসর। নিয়মিতভাবেই ঢাকায় উদ্বোধন হলেও এবার বিকল্প ভেন্যু হিসেবে চট্টগ্রাম ও সিলেটকে বিবেচনা করছে বোর্ড। আলোচনায় এগিয়ে আছে সিলেট। ফলে প্রথমবারের মতো সেখানেই উদ্বোধনী ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে।
এদিকে সোমবার নিলামের আগে আরেকটি বড় পরিবর্তন আনে বিসিবি। ষষ্ঠ দল হিসেবে যুক্ত করা হয়েছে নোয়াখালীকে, যারা অংশ নেবে ‘নোয়াখালী এক্সপ্রেস’ নামে। আগে পাঁচটি দল চূড়ান্ত থাকলেও বোর্ড জানিয়েছিল, ফ্র্যাঞ্চাইজি সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের। অবশেষে সেই পরিকল্পনা বাস্তবায়িত হলো নিলাম পিছিয়ে দিয়ে। ফ্র্যাঞ্চাইজি চূড়ান্তের আগে দলগুলোকে পাঁচ কর্মদিবসের মধ্যে দুই কোটি টাকার ফ্র্যাঞ্চাইজি ফি ও ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার বাধ্যবাধকতা ছিল।