ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সেই সোহান এখন বিকেএসপিতে

সেই সোহান এখন বিকেএসপিতে

বাংলাদেশের ‘মেসি’ খ্যাত ফুটবলার চাঁদপুরের সোহানের বিকেএসপিতে আগমন সকলের মধ্যে এক ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। গত বৃহস্পতিবার বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম সোহান ও সোহানের বাবার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন এবং সোহান ও তার পরিবারের খোঁজখবর নেন। এরপর মহাপরিচালক সোহানকে নিয়ে মাঠে তার ফুটবল নৈপুণ্য উপভোগ করেন এবং সোহানের সঙ্গে বল নিয়ন্ত্রণের খেলায় মেতে উঠেন। মহাপরিচালক সোহানকে পরীক্ষামূলক বিকেএসপিতে প্রশিক্ষণের ব্যবস্থার কথা বলেন এবং ভবিষ্যতে বিকেএসপির নিয়মিত প্রশিক্ষণে অন্তর্ভুক্তির বিষয়ে পরে সিদ্ধান্ত নিবেন বলে জানান। তিনি সোহানকে আগামী দিনের মেসি তৈরিতে বিকেএসপির সর্বাত্বক সহযোগিতার কথা বলেন। সোহানের বয়স কম হওয়ায় তার আবাসন বিকেএসপি প্রমিলা হোস্টেলে ব্যবস্থা করা হয়েছে এবং ফুটবল বিভাগের একজন কোচ আছিয়া খাতুনের তত্ত্বাবধানে সোহান প্রশিক্ষণ গ্রহণ করবে বলে তিনি জানান।

সোহানের বাবা মো. সোহেল সোহানের স্বপ্নপূরণে বিকেএসপিতে আসতে পেরে মহা-পরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সঙ্গে তিনি বিকেএসপিতে আসার সুযোগ করে দেওয়ায় চাঁদপুরের উপজেলা নির্বাহী অফিসারকেও ধন্যবাদ জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত