
দক্ষিণ আমেরিকার দারুণ প্রতিভাবান দুই তরুণ ফুটবলার ও যমজ দুই ভাই এদউইন কিনতেরো ও হোলগের কিনতেরোকে চুক্তিবদ্ধ করেছে আর্সেনাল। এখনই অবশ্য ইংলিশ ক্লাবটিতে যোগ দিচ্ছেন না তারা, ২০২৭ সালের আগস্টে ১৮ বছর পূর্ণ হলে দুইজন আনুষ্ঠানিকভাবে এমিরেটস স্টেডিয়ামে পা রাখবেন। একুয়েডরের ক্লাব ইন্দিপেনদিয়েন্তে দেল ভায়ে থেকে ১৬ বছর বয়সী দুই ফুটবলারের সঙ্গে চুক্তির কথা এক বিবৃতিতে জানায় আর্সেনাল। একুয়েডরের সেরি আর দল ইন্দিপেনদিয়েন্তে। প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনায় আলাদা পরিচিত আছে ক্লাবটির একাডেমির। বর্তমানে ইংলিশ ক্লাব চেলসিতে খেলা একুয়েডরের তারকা ফুটবলার মোইসেস কাইসেদোর পেশাদার ক্যারিয়ারের যাত্রা শুরু হয়েছিল এই ক্লাবের হয়েই। এই মৌসুমে বায়ার লেভারকুজেন থেকে ধারে আর্সেনালের হয়ে খেলা পিয়েরো ইনকাপিয়ের প্রথম ক্লাবও ইন্দিপেনদিয়েন্তে।
এদউইন একজন গতিময় রাইট উইঙ্গার। অনেকে তাকে তুলনা করেন ব্রাজিলের রেকর্ড স্কোরার নেইমারের সঙ্গে। আর হোলগের অ্যাটাকিং মিডফিল্ডার। সাবেক লিভারপুল ও বার্সেলোনা মিডফিল্ডার থিয়াগো আলকান্তারার সঙ্গে তুলনা করা হয় তাকে। তারা দুজনই একুয়েডরের হয়ে অনূর্ধ্ব-১৭ পর্যায়ে খেলেছেন।