
মৌসুমের প্রথম হ্যাটট্রিক তুলে নিলেন স্যামুয়েল বোয়েটেং। ঘানার এই ফরোয়ার্ডের নৈপুণ্যে প্রিমিয়ার ফুটবল লিগে বড় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। গতকাল শনিবার কুমিল্লায় শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ৪-০ গোলে হারায় পিডব্লিউডি স্পোর্টস ক্লাবকে। বোয়েটেং ছাড়াও বাকি গোলটি করেন উজবেকিস্তানের মোজাফফরভ। অন্যদিকে কিংস অ্যারেনায় আরেক ম্যাচে ফর্টিজের সঙ্গে গোলশূণ্য ড্র করেছে আরেক ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী।
বাংলাদেশ ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে দল বদলের মৌসুমে সেভাবে ঘর গোছাতে পারেনি তারা। মৌসুম শুরুর পর মাঠের বাইরের বহুমুখী সমস্যায় সাদা-কালোরা। তার প্রভাব পড়ে মাঠেও। চার রাউন্ডের মধ্যেই হার, জিত, ড্র- সব অভিজ্ঞতার স্বাদ নিতে হয়েছে মতিঝিল পাড়ার ক্লাবটিকে। তাতে নেমে গিয়েছিল পয়েন্ট টেবিলের তলানিতে। তবে পঞ্চম রাউন্ডে এসে দারুণ এক জয় তুলে লিগ টেবিলের সেরা চারে ঢুকলো আলফাজ আহমেদের দল। অবশ্য ম্যাচের শেষ দিকে এসে পিডব্লিউডির প্রধান কোচ আনোয়ার হোসেন লালকার্ড দেখে ডাগআউট ছেড়ে যান। পাঁচ ম্যাচে দুই হার, এক ড্র এবং দুই জয়ের সুবাদে সাত পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এসেছে মোহামেডান। তাতে টেবিলের চারে উঠে আসলো মতিঝিল পাড়ার দলটি। সমান খেলায় ১৩ পয়েন্ট পেয়ে শীর্ষে আছে বাংলাদেশ ফুটবল লিগের পাঁচবারের চ্যাম্পিয়ন কিংস। দুই ও তিনে থাক রহমতগঞ্জ ও ফর্টিসের পয়েন্ট ১০ ও ৮।
এদিকে কিংস অ্যারেনায় লিগের প্রথম তিন ম্যাচে জয়হীন থাকার পর আগের ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসিকে ২-০ গোলে হারিয়েছিল ঢাকা আবাহনী। কিন্তু প্রথম জয় তুলে নেওয়ার পর সেই ধারা অব্যাহত রাখতে পারেনি আকাশি-নীলরা। এবার তারা পয়েন্ট হারিয়েছে ফর্টিস এফসির কাছে। সর্বশেষ মৌসুমে সেরা লিগের সেরা গোলকিপার হয়েছিলেন মিতুল মারমা। চলতি মৌসুমে অবশ্য ৫ ম্যাচে ৫ গোল হজম করেছে তার দল আবাহনী। পাঁচ ম্যাচে আট পয়েন্ট নিয়ে টেবিলের তিনে ফর্টিজ এবং পাঁচ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে সমান ম্যাচ খেলা ঢাকা আবাহণী। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে দিনের আরেক ম্যচে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের সঙ্গে পিছিয়ে পড়ে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ পুলিশ এফসি। ফকিরেরপুলের হোসাইন মোহাম্মদ আরিয়ান ও পুলিশের হয়ে ইসা ফয়সাল একটি করে গোল করেন। এই ড্রয়ে ছয় পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে পুলিশ ও পাঁচ পয়েন্ট নিয়ে অষ্টমে রয়েছে ফকিরেরপুল। মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে আরামবাগকে ৩-০ গোলে হারায় রহমতগঞ্জ। সলোমন, লিম্বু ও জেম্মেহ জয়ী দলের হয়ে একটি করে গোল করেন। এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে রহমতগঞ্জ। এক পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে আরামবাগ।