ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পিছিয়ে গেল প্রথম বিভাগ ক্রিকেট

পিছিয়ে গেল প্রথম বিভাগ ক্রিকেট

বিসিবি নির্বাচনের পর ঢাকার ক্লাব সংগঠকরা লিগ বর্জনের ঘোষণা দেন। সবমিলিয়ে সেই তালিকায় ছিল ৪৫ ক্লাব। এরপর কয়েক দফা পিছিয়ে গেছে টুর্নামেন্ট শুরুর সময়। মাঝে ক্লাবগুলোর সঙ্গে বসে সমস্যা সমাধানের চেষ্টা করলেও সেটা আর সমাধান হয়নি। ক্রিকেটারদের সংগঠন কোয়াবও প্রচেষ্টা চালিয়েছে। সেই ক্লাবগুলো রাজি না হওয়ায় বিসিবি ১২ দল নিয়েই শুরু করতে হচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। তবে মাঠের সমস্যায় ১১ ডিসেম্বরের পরিবর্তে নতুন করে ১৪ ডিসেম্বর থেকে লিগ শুরু করতে যাচ্ছে সিসিডিএম।

গতকাল বুধবার মিরপুরে সংবাদ সম্মেলনে সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দিপন বলেন, ‘১১ তারিখ থেকে আমাদের প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা। মাঠের একটু ঝামেলা হওয়ায় আগাম ১৪ তারিখ থেকে আমরা লিগ শুরু করছি। আজকের মধ্যেই আমরা সূচি প্রকাশ করব এবং চেষ্টা করা হচ্ছে উদ্বোধনী ম্যাচটা মিরপুর স্টেডিয়ামে করার জন্য।’ বিসিবি কিংবা সিসিডিএমকে আনুষ্ঠানিকভাবে কোন চিঠি দেয়নি লিগ বর্জন করা ক্লাবগুলো। দিপন বলেন, ‘দেখুন- আমরা তো আনুষ্ঠানিকভাবে ২০টা দলই ধরে রাখব। কারণ আমরা এই ধরনের (লিগ বর্জন) মৌখিক বার্তা পাচ্ছি। আমরা সূচি প্রকাশ করছি ২০টা দলকে নিয়েই।’

বিসিবি কিংবা সিসিডিএম কারও কাছেই এমন কোনো চিঠি আসেনি। মোহামেডান যেটা প্রতিবাদ করেছে সেটা কিন্তু সভাপতির কথার উপরে... তারা লিগ খেলবে কি খেলবে না এরকম কোনো নেতিবাচক চিঠি আমরা পাইনি।’ প্রথম বিভাগের ৮ ক্লাব এখনও রাজি না থাকায় শাইনপুকুর ক্রিকেট ক্লাব, উত্তরা ক্রিকেট ক্লাব, বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব, শেখ জামাল ক্রিকেটার্স, লালমাটিয়া ক্লাব, বসুন্ধরা রাইডার্স, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব, ঢাকা স্পার্টানস ক্রিকেট ক্লাব, ব্লুজ ক্রিকেটার্স, বারিধারা ড্যাজেলস, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে (বিকেএসপি) লিগ আয়োজন করতে হবে সিসিডিএম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত