
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে পুরো মৌসুমজুড়েই আলো ছড়িয়েছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামিকে প্রথমবারের মতো এমএলএস কাপ জিতিয়েছেন। পাশাপাশি ছিলেন লিগের সর্বোচ্চ গোলদাতাও। তাতে আবারও প্রতিষ্ঠিত করেছেন নিজের আধিপত্য। টানা দ্বিতীয়বারের মতো মেজর লিগ সকারের (এমএলএস) সেরা খেলোয়াড়-মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার তথা এমভিপি নির্বাচিত হয়েছেন কাতার বিশ্বকাপ জয়ী।
তাতে দক্ষিণ আমেরিকান এই তারকার ঝুঁলিতে আরও একটি পুরস্কার যোগ হয়েছে। অতীতে জিতেছেন রেকর্ড আটটি ব্যালন ডি’অর, তিনটি ফিফা বর্ষসেরা ও দুটি বিশ্বকাপ গোল্ডেন বল। মেসি এমএলএস ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে পরপর দুই মৌসুমে এমভিপি জেতার কীর্তি গড়েছেন।