ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ফুটবলের উন্নয়নে বাফুফের পাশে ‘বিএসআরএম’

ফুটবলের উন্নয়নে বাফুফের পাশে ‘বিএসআরএম’

দীর্ঘ দিন ধরে আর্থিক সংকটে ভোগা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখন সুদিনের অপেক্ষায়। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা প্রবাসী হামজা চৌধুরীর হাত ধরে দেশের ফুটবলে নবজাগরণ ঘটেছে। আর্থিক প্রতিষ্ঠানগুলো এবার নজর দিতে শুরু করেছে দেশের ফুটবলে। একের পর এক স্পন্সর পাচ্ছে বাফুফে। তারই ধারাবাহিকতায় এবার তাদের সঙ্গে ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম)। গতকাল বুধবার বাফুফে ভবনে দুই পক্ষের মধ্যে ১০ বছরের চুক্তি সই হয়েছে। তবে চুক্তির আর্থিক অঙ্কের বিষয় কোনো পক্ষ বলেনি। এ চুক্তির আওতায় বাফুফের কোচেস ট্রেনিং প্রোগ্রাম, টেকনিক্যাল প্রোগ্রাম, এলিট অ্যাকাডেমিসহ দেশের ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থাটির বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হবে বলে জানিয়েছে বিএসআরএম কর্তৃপক্ষ। এই দশ বছরের চুক্তির মধ্যে থাকছে দুটি ধাপ। প্রথম পাঁচ বছরের এক ধরনের আর্থিক সুবিধা বিএসআরএম দেবে বাফুফেকে। এই পর্বের কার্যক্রম মূল্যায়নের পর পরবর্তী পাঁচ বছরের আর্থিক অঙ্ক নির্ধারিত হবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম। চুক্তির পর বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, ‘আপনারা জানেন, বিএসআরএম অনেক দিন ধরে বাংলাদেশে একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। তারা শুধু ব্যাবসার সঙ্গে জড়িত নয়, সব ধরনের উন্নয়নমূলক কাজের সঙ্গে জড়িত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত