
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর মাঠে গড়াচ্ছে ২৬ ডিসেম্বর।
এরমধ্যেই নিলামে অংশ নিয়ে চূড়ান্ত দল গঠন করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবার পাকিস্তানের মোট ১০ ক্রিকেটার এই টি-টোয়েন্টি লিগে অংশগ্রহণ করছে। তাদের খেলা নিশ্চিত করতে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গতকাল বুধবার প্রকাশিত এ তালিকা অনুযায়ী নির্ধারিত শর্তে তারা ২৩ জানুয়ারি পর্যন্ত বিপিএলে খেলতে পারবেন। একই সঙ্গে আলোচিত পাকিস্তানি ক্রিকেটার হায়দার আলির বিপিএল-সংশ্লিষ্ট সকল জটিলতাও দূর হয়েছে। এর আগে এক ধর্ষণ মামলায় অভিযোগ ওঠার পর পিসিবি তাকে সঙ্গে সঙ্গে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫ টি-টোয়েন্টি ও ৩ ওয়ানডে খেলা হায়দার পাকিস্তান শাহিন্সের হয়ে ইংল্যান্ড সফরে গিয়েছিলেন। পরে এক জন্মসূত্রে ব্রিটিশ পাকিস্তানি নারী তার বিরুদ্ধে ম্যানসিটি পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ করেন। তদন্তের ফলের অপেক্ষায় থেকে পিসিবি হায়দারকে নিষিদ্ধ করে।