
রেকর্ড বইয়ে নাম লিখলেন বাহরাইন পেসার আলী দাউদ। গতকাল আজ ভুটানের বিপক্ষে ১৯ রান দিয়ে ৭ উইকেট নেন তিনি, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা দ্বিতীয় সেরা বোলিং ফিগার।
মালয়েশিয়ার সিয়াজরুল ইদ্রুসের পর দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে সাত উইকেট নিলেন ৩৩ বছর বয়সী সিমার। গালেফুতে তার দুর্দান্ত বোলিংয়ে ভুটান বিধ্বস্ত হয়। পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয়টিতে ৩৫ রানে জেতে বাহরাইন। তৃতীয় ওভারে বল হাতে নিয়ে দাউদ জোড়া আঘাত করেন। ১১ রানে ৩ উইকেট হারায় ভুটান।
আবার ফিরে দাউদ ধ্বংযজ্ঞ চালান লেট অর্ডারে। ১৬তম ওভারে নেন তিন উইকেট, তারপর পরের ওভারে আরও দুটি।
চতুর্থ উইকেটে ৬৭ রান করা ভুটান অলআউট হয় ১২৫ রানে। ৪ উইকেটে ১৬০ রান করা বাহরাইন জিতে ২-১ এ সিরিজে এগিয়ে গেল।
দাউদের উপরে আছেন সিমার ইদ্রুস, যিনি ২০২৩ সালে বায়ুয়েমাস ওভালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এশিয়া বি কোয়ালিফায়ার ম্যাচে চীনের বিপক্ষে ৮ রানে ৭ উইকেট নেন। ইদ্রুসের সবগুলো উইকেট ছিল বোল্ডে। সিঙ্গাপুরের হার্ষা ভারদওয়াজ (২০২৪ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে ৬-৩), নাইজেরিয়ার পিটার আহো (২০২১ সালে সিয়েরা লিওনের বিপক্ষে ৬-৫), ভারতের দীপক চাহার (২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে ৬-৭) সেরা বোলিং ফিগারের তালিকায় প্রথম পাঁচে আছে।
তবে টেস্ট খেলুড়ে দেশের হিসাবে চাহারের বোলিং ফিগার সেরা।