ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিশ্বকাপের ভাবনায় জিরোনায় খেলতে চান না ক্রোয়াট গোলকিপার

বিশ্বকাপের ভাবনায় জিরোনায় খেলতে চান না ক্রোয়াট গোলকিপার

ধারের চুক্তিতে জিরোনায় যোগ দিলেও, দলটির হয়ে এখন আর মাঠে নামতে চাচ্ছেন না দমিনিক লিভাকোভিচ। কারণটাও বেশ পরিষ্কার, বিশ্বকাপের আগে ক্লাব ফুটবলে নিয়মিত খেলার সুযোগ চান এই ক্রোয়াট গোলরক্ষক। জিরোনায় যা সম্ভব নয় বলে মনে করছেন তিনি।

স্পানিশ ক্লাবটির কোচ মিচেলও বিষয়টা বুঝতে পারছেন। তার মতে, আগামী বছরের বিশ্বকাপ সামনে রেখে অন্য ক্লাবে খেলার পথ খোলা রাখতে চান লিভাকোভিচ।

২০১৮ বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার হয়ে ৭১ ম্যাচ খেলা লিভাকোভিচ ফেনেরবাচে থেকে ধারে জিরোনায় যোগ দেন গত সেপ্টেম্বরে। তুর্কি ক্লাবটিতে ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসন যোগ দেওয়ার পর তিনি হয়ে যান দ্বিতীয় পছন্দের গোলকিপার। তবে জিরোনায় এসেও কোচের প্রথম পছন্দ হতে পারেননি ৩০ বছর বয়সী এই ফুটবলার। চলতি মৌসুমে ফেনেরবাচের হয়ে দুই ম্যাচ খেললেও, এখনও জিরোনার হয়ে মাঠে নামতে পারেননি তিনি। জিরোনায় কোচের প্রথম পছন্দের গোলরক্ষক আর্জেন্টিনার পাওলো।

তাই লিভাকোভিচের মূল সমস্যাটা রয়েই গেছে।

জিরোনার জার্সিতে মাঠে নামলেই মৌসুমে দুই ক্লাবে খেলার সীমা ছুঁয়ে ফেলবেন লিভাকোভিচ। ফিফার নিয়ম অনুযায়ী, কোনো ফুটবলার এক মৌসুমে তিন ক্লাবে নিবন্ধিত হতে পারলেও খেলতে পারবেন কেবল দুইটির হয়ে।

গত ৪ ডিসেম্বর তৃতীয় স্তরের দল অউরেসের বিপক্ষে ২-১ গোলে হেরে কোপা দেল রে থেকে জিরোনার ছিটকে পড়ার ম্যাচে লিভাকোভিচকে খেলানোর সিদ্ধান্ত নেন কোচ। কিন্তু লিভাকোভিচ খেলতে চাননি বলে জানান মিচেল। পরে অসুস্থতা নিয়েই মাঠে নামেন পাওলো। ওই ঘটনার পরও অবশ্য লিভাকোভিচের প্রতি ক্ষোভ পুষে রাখেননি মিচেল।

‘লিভাকোভিচ চমৎকার একজন মানুষ, কিন্তু নির্দিষ্ট একটা সময়সীমায় তার লক্ষ্য আর জিরোনার লক্ষ্য এক নয়। তার বিশ্বকাপের জন্য (নিয়মিত) খেলা প্রয়োজন, জিরোনার জন্য নয়। সে নিজেই আমাকে এটা বলেছে। সে খুবই সৎ। বলেছে, সে এখানে থাকতে চায় না।

আরেকটা দলে খেলতে চায়, কারণ জিরোনার হয়ে খেললে আর অন্য দলে খেলার সুযোগ থাকবে না।’ ২০২৩-২৪ মৌসুমে লা লিগায় তৃতীয় হওয়া জিরোনা এই মৌসুমে ভুগছে।

১২ পয়েন্ট নিয়ে আছে লিগ টেবিলের ১৮তম স্থানে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত