ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সর্বোচ্চ উচ্চতার ভাস্কর্য হচ্ছে মেসির

সর্বোচ্চ উচ্চতার ভাস্কর্য হচ্ছে মেসির

অনেক দিনের চেষ্টার পর অবশেষে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি ভারতে আসতে যাচ্ছেন। তাকে ঘিরে এরই মধ্যে ভারতজুড়ে উন্মাদনা শুরু হয়েছে। বহুল প্রতীক্ষিত ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’ কে কেন্দ্র করে চলছে জোর প্রস্তুতি। এই ট্যুরে অন্যতম আকর্ষণ মেসির ভাস্কর্য উন্মোচন।

২০১১ সালে সবশেষ মেসি ভারতে এসেছিলেন। এবার ১৪ বছর পর গতকাল শুক্রবার রাতে ভারতে পা রাখতে যাচ্ছেন ৩৮ বছর বয়সী এই তারকা। বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি আগামী ১৩, ১৪ এবং ১৫ ডিসেম্বর তিন দিনে চারটি শহরজুড়ে সফর করবেন। আর ‘এলএম টেনের’ সফল সূচিতে রয়েছে নানান সব আয়োজন।

এর মধ্যে অন্যতম প্রধান আকর্ষণ মেসির ভাস্কর্য উন্মোচন। কলকাতায় ৭০ ফুট উচ্চতার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়কের ভাস্কর্য উন্মোচিত হবে। এখন পর্যন্ত ফুটবল ইতিহাসে কোনো ফুটবলারের এত উচ্চতার ভাস্কর্যের উদাহরণ নেই।

মেসি ভ্রমণ করবেন চারটি শহরে। কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই ও নয়াদিল্লিতে। প্রতিটি শহরেই তাকে ঘিরে থাকছে ভিন্ন ভিন্ন আয়োজন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত