ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সাবিনা-ঋতুপর্ণাদের লিগে থাকছে বিদেশি খেলোয়াড়ও

সাবিনা-ঋতুপর্ণাদের লিগে থাকছে বিদেশি খেলোয়াড়ও

অবশেষে নারী ফুটবল লিগের সবকিছু চূড়ান্ত হয়েছে। প্রথমবারের মতো ১১টি দল নিয়ে ২৯ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে সাবিনা-ঋতুপর্ণাদের ফুটবল লিগ। বাফুফের নারী কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামীকাল অর্থাৎ ১৪ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর দল বদল হবে। এই ১৩ দিন দলবদলের পর ২৯ ডিসেম্বর থেকে লিগ শুরু হয়ে শেষ হবে ৩১ জানুয়ারি। সূচি অনুযায়ী প্রতিটি ম্যাচে দুই দিন বিরতি থাকছে। একটি দল ১০টি করে ম্যাচ খেলবে। চারজন করে বিদেশি খেলোয়াড় নিবন্ধন করা যাবে। তবে তিনজন একাদশে খেলতে পারবে। প্রত্যেকটা দলে অনূর্ধ্ব ১৭ এবং অনূর্ধ্ব ২০ বয়সী চারজন খেলোয়াড়কে নিতে হবে। একাদশে দুই বয়সভিত্তিক দলের দুইজন করে খেলবে। বদলি করতে হলে সেখান থেকেই নিতে হবে। নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ গতকাল শনিবার সাংবাদিকদের বলেছেন, ‘দলবদলে কোনো পুল নেই। আপনারা যেটা শুনেছেন যে পুল হবে, আসলে কোনো পুল হবে না। আমার প্লেয়াররা সবাই ফ্রি, তারা যেখানে খুশি খেলতে পারবে এবং ক্লাবগুলোও যাকে খুশি নিতে পারবে।’ খেলা হবে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহিদ মোস্তফা কামাল স্টেডিয়ামে। লিগ পর্যবেক্ষণ করবেন জাতীয় দলের কোচ পিটার বাটলার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত