ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

তিন স্বর্ণ জিতে আজ দেশে ফিরছেন ক্রীড়াবিদরা

তিন স্বর্ণ জিতে আজ দেশে ফিরছেন ক্রীড়াবিদরা

আজ দেশে ফিরছেন তিন স্বর্ণসহ পাঁচ পদকজয়ী শারীরিক ক্রীড়াবিদরা। দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে তিনটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জ জিতেছেন লাল সবুজের ক্রীড়াবিদরা। সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছবে দলটি।

এশিয়ান ইয়ুথ কিংবা সিনিয়র পর্যায়ে পদক জিততে হিমশিম খান বাংলাদেশের স্বাভাবিক ক্রীাড়াবিদরা। অথচ এশিয়ান ইয়ুথ প্যারা গেমসের মঞ্চে স্বর্ণপদক জিতে এনেছেন লাল সবুজের শারীরিক প্রতিবন্ধী ক্রীড়াবিদরা। উচ্চতচায় খুবই ছোট চৈতী রানী দেব। অন্যদিকে সাধারণ মানুষের মতো দুটি পা নেই শহিদুল্লাহর। এক পায়ে হাটেন। আরেক পা নেই বলে স্ক্যাচে ভর দেন। সেই এক পায়ে সাঁতরে এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণসহ দুটি পদক জিতলেন বাংলাদেশের শহিদুল্লাহ। চৈতী রানী জ্যাভলিন থ্রোয়ে ১১ মিটার দূরত্বে একটি এবং ১০০ মিটার স্প্রিন্টে আরেকটি স্বর্ণপদক জেতেন। শহিদুল্লাহ ৫০ মিটার ফ্রি স্টাইলে স্বর্ণ ও ১০০ মিটর ফ্রি স্টাইলে একটি ব্রোঞ্জপদক জেতেন। এছাড়া হুইলচেয়ার বাস্কেটবলে দলও একটি ব্রোঞ্জ জেত। দেশের ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের (এনপিসি) ইতিহাসে এটাই বড় ইতিহাস। এনপিসির মহাসচিব ড. মারুফ আহমেদ দুবাই থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘আমাদের প্রশিক্ষণ ছিল বিশ্বমানের। তাই ছেলে মেয়েরা নিজেদের পারফরম্যান্স মেলে ধরে দেশের জন্য পদক জিততে পেরেছে। দেশকে গর্বিত করেছে তারা। আগামীতেও তারা দেশের জন্য লড়ে পদক ছিনিয়ে আনবে বলে আমার বিশ্বাস।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত