
কমনওয়েলথভুক্ত দেশগুলোর অংশগ্রহনে চার বছর অন্তর অনুষ্ঠিত হয় কমনওয়েলথ গেমস। তার আগে দেশগুলোতে ঘুরে যায় কমনওয়েলথ গেমসের ব্যাটন। আগামী বছরের ২৩ জুলাই থেকে ২ আগষ্ট স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হবে কমনওলেথ গেমস। তার আগে গতকার বুধবার ঢাকায় অনুষ্ঠিত হল সেই কিংস ব্যাটন রিলে। রানী দ্বিতীয় এলিজাবেথ মারা যাওয়ার আগে এই ব্যাটনের নাম ছিল কুইন্স ব্যাটন। এখন এর নাম কিংস ব্যাটন। গতকাল বুধবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) তথা কমনওয়েলথ গেমস অ্যাসোসিয়েশন বাংলাদেশ কর্তৃক একটি বর্ণাঢ্য র্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী এবং খেলার প্রদর্শনী আয়োজন করা হয়। বেলুন উড্ডয়নের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা আরম্ভ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওএ’র সহ-সভাপতি মো. আবদুস সালাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহাবুব-উল-আলম, বিওএ’র মহাসচিব মো. জোবায়েদুর রহমান রানা, বিওএ’র সহ-সভাপতিগণ, উপ-মহাসচিব, বিওএ কার্যনির্বাহী কমিটির সদস্যগণ, বিওএ’র মহাপরিচালক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ, সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের প্রতিনিধিগণ, বিভিন্ন জাতীয় ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক, খেলোয়াড় ও কর্মকর্তারা।