ঢাকা বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

বিকেএসপি-মহিলা ক্রীড়া সংস্থা সমঝোতা স্বাক্ষর

বিকেএসপি-মহিলা ক্রীড়া সংস্থা সমঝোতা স্বাক্ষর

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল বুধবার এই সমঝোতার ভিত্তিতে বিকেএসপি এবং মহিলা ক্রীড়া সংস্থা যৌথভাবে মেয়েদের জন্য ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, সাঁতার এবং জিমন্যাস্টিকসের ফাউন্ডেশন কোর্স পরিচালনা করবে। নারীদের ক্রীড়া ক্ষেত্রে বিভিন্ন খেলায় অংশগ্রহণ এবং সাফল্য নিশ্চিত করতে এই ফাউন্ডেশন কোর্সের আয়োজন করা হবে। বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম এবং বাংলাদেশ ক্রীড়া সংস্থার সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা নিজ নিজ সংস্থার পক্ষে স্বাক্ষর করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত