ঢাকা মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ব্যাডমিন্টন সিরিজের মূলপর্ব শুরু আজ

ব্যাডমিন্টন সিরিজের মূলপর্ব শুরু আজ

আরও একটি আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের খেলা শুরু হয়েছে। গতকাল সোমবার শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রথম দিনে বাছাই পর্বের খেলা অনুষ্ঠিত হয়। যেখানে শীর্ষ বাছাই শাটলাররা অংশ নেননি। শুধু অবাইকৃত শাটলাররাই খেলেছেন। যারা জিতেছেন বা ওয়াকওভার পেয়েছেন, তারাই মূলপর্বে উন্নীত হয়েছেন। আজ শুরু হবে মূলপর্বের খেলা। বাছাই পর্বে বাংলাদেশের শাটলারদের অম্ল-মধুর দিন ছিল কাল। অবাছাইদের মধ্যে অধিকাংশই বিদেশি শাটলারদের কাছে হেরে বিদায় নিয়েছেন। প্রথমদিন হতাশায় পার করেছেন স্বাগতিক শাটলাররা। পুরুষ এবং নারী একক- দুই বিভাগে কোর্টে নামলেও জিততে পারেননি বাংলাদেশের কোনো শাটলার। কোয়ালিফিকেশন রাউন্ডে ব্যতিক্রম ছিলেন কেবল তারকা শাটলার আইমান ইবনে জামান। প্রতিপক্ষ না আসায় পরবর্তী রাউন্ডে উন্নীত হয়েছেন আইমান। অবশ্য বাংলাদেশের শীর্ষ বাছাই কেউ নামেননি। আজ আল আমিন জুমার, ঊর্মি আক্তার, মোয়াজ্জেম হোসেন অহিদুল, আইমান ইবনে জামানরা কোর্টে নামবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত