
‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপের চূড়ার্ন্ত পর্বের জেলা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের লাইন-আপ চূড়ান্ত হয়েছে। গতকাল শনিবার শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে গ্রুপ পর্বের নাটকীয় লড়াই শেষে পুরুষ বিভাগে মৌলভীবাজার, টাঙ্গাইল, খুলনা ও বগুড়া এবং নারী বিভাগে গোপালগঞ্জ, রংপুর, রাঙ্গামাটি ও ব্রাহ্মণবাড়িয়া শেষ চারে জায়গা করে নিয়েছে। এদিন সকালে অনুষ্ঠিত ম্যাচে গোপালগঞ্জকে ৪৪-৩১ পয়েন্টে হারিয়ে ‘ক’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে মৌলভীবাজার। এই গ্রুপ থেকে নাটকীয়ভাবে রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে টাঙ্গাইল। যদিও আজ সকালে অন্য ম্যাচে মাদারীপুরের কাছে ৩৬-৩৭ পয়েন্টে হেরেছিল টাঙ্গাইল, তবে আগের জয়ের সমীকরণে তারা শেষ চারে টিকে থাকে।
অন্যদিকে ‘খ’ গ্রুপে একচ্ছত্র আধিপত্য বজায় রেখে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা। তারা আজ সকালে চট্টগ্রামকে ২৫-১৪ পয়েন্টে পরাজিত করে। এই গ্রুপ থেকে রানার্সআপ হিসেবে সেমিফাইনালে উঠেছে বগুড়া, যারা নীলফামারীকে ৪৩-১৫ পয়েন্টের বিশাল ব্যবধানে হারিয়েছে। পুরুষ বিভাগের প্রথম সেমিফাইনালে মৌলভীবাজার বনাম বগুড়া ও দ্বিতীয় সেমিফাইনালে লড়বে খুলনা বনাম টাঙ্গাইল। এদিকে নারী বিভাগের লড়াইয়ে ‘ক’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে গোপালগঞ্জ। সকালে তারা ঝিনাইদহের বিপক্ষে ৩১-৩০ পয়েন্টের কষ্টার্জিত জয় পায়। এই গ্রুপে রানার্সআপ হয়েছে রংপুর, যারা বরিশালকে ৪১-১০ পয়েন্টে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের টিকিট কাটে।
‘খ’ গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পাহাড়ি জেলা রাঙ্গামাটি। তারা সকালে ব্রাহ্মণবাড়িয়াকে ২২-১৮ পয়েন্টে পরাজিত করে।